Just In
পকেট-সই দামে ৫জি ফোন আনছে জিও, জেনে নিন পাঁচটি অজানা তথ্য
শীঘ্রই ভারতে ৫জি ফোন নিয়ে আসতে চলেছে জিও। পকেট-সই দামে এই ফোন লঞ্চ হলে ভারতে ৫জি নেটওয়ার্কের জনপ্রিয়তা বাড়বে। বিগত কয়েক মাস ধরেই এই ফোন ঘিরে সংবাদমাধ্যমে বিভিন্ন রিপোর্ট সামনে এসেছে। চলতি মাসে রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় লঞ্চ হতে পারে কম দামের এই ৫জি ফোন। গুগলের সঙ্গে হাত মিলিয়ে নতুন এই ফোন বাজারে আনছে মুকেশ আম্বানির কোম্পানি।

কবে লঞ্চ হবে জিওর ৫জি ফোন?
২৪ জুন রিলায়েন্সের বার্ষিক সাধারণ বৈঠকে ৫জি ফোন লঞ্চ করতে পারে জিও। সেই দিন দুপুর ২টো থেকে ইউটিউবে এই ভার্চুয়াল অনুষ্ঠান সরাসরি দেখা যাবে।
জিও ৫জি ফোনের সম্ভাব্য দাম
একাধিক রিপোর্টে জানা গিয়েছে ২,৫০০ টাকার আশেপাশে লঞ্চ হবে পারে এই স্মার্টফোন। দেশের যে সব গ্রাহক এখনও ২জি ফোন ব্যবহার করেন এই ফোন লঞ্চের পরে সরাসরি ৫জি নেটওয়ার্কে আপগ্রেড করতে পারবেন।
মোট কত ফোন বিক্রি হবে?
চলতি বছরে মোট ২০ কোটি অ্যানড্রয়েড ফোন বিক্রির লক্ষ্যমাত্রা রেখেছে জিও। এর মধ্যে থাকবে ৫জি ও ৪জি স্মার্টফোন। এই জন্য উৎপাদনকারীদের আরও গতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
৫জি ফোনে অ্যানড্রয়েড
জিওর ৫জি ফোনে চলবে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম। অনেক রিপোর্টে জানানো হয়েছে এই ফোনে অ্যানড্রয়েড গো চলতে পারে। সঙ্গে থাকতে পারে কোম্পানির নিজস্ব স্কিন। অ্যানড্রয়েড গো অপারেটিং সিস্টেমের জন্য এই ফোনে খুবই কম র্যাম ও স্টোরেজ থাকতে পারে।
৫জি ফোনের হার্ডওয়্যার
এই ফোনে কোয়ালকমের চিপসেট ব্যবহার করে থাকতে পারে গুগল। গুগল ছাড়াও এই জন্য কোয়ালকম, ইনটেল ও ফেসবুকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে জিও। তাই জিওর ৫জি ফোনে কোয়ালকম চিপ ব্যবহারের সম্ভাবনা বেশি।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190