Just In
Don't Miss
কবে ভারতে আসছে জিওর ৫জি পরিষেবা? জানিয়ে দিলেন মুকেশ আম্বানি
২০২০ সালের বিশ্বের বিভিন্ন দেশে বাণিজ্যিকভাবে ৫জি পরিষেবা শুরু হয়ে গিয়েছে। যদিও ভারতে এখনও পৌঁছায়নি মোবাইল নেটওয়ার্কের লেটেস্ট প্রযুক্তি। যদিও ৫জি পরিষেবা ব্যবহারের জন্য ভারতবাসীকে বেশিদিন অপেক্ষা করতে হবে না। ২০২১ সালের দ্বিতীয় ধাপে ভারতে ৫জি পরিষেবা শুরু করবে জিও। মঙ্গলবার ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২০ অনুষ্ঠান থেকে এই ঘোষণা করেছেন মুকেশ আম্বানি। কেন্দ্রের 'আত্মনির্ভর ভারত' প্রোগ্রামের অধীনে দেশে ৫জি পরিষেবা শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি। ৫জি ছাড়াও কয়েক মাসের মধ্যে গুগলের সঙ্গে হাত মিলিয়ে কম দামে বাজারে নতুন স্মার্টফোন আনতে চলেছে জিও।
এদিনের অনুষ্ঠান থেকে আম্বানি বলেন, "২০২১ সালের দ্বিতীয়ার্ধে জিও ভারতের ৫জি বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি নেটওয়ার্কের মাধ্যমে এই কাজ করবে জিও।"
অনেক দিন ধরেই ৫জি নেটওয়ার্কের জন্য কাজ করছে জিও। ইতিমধ্যেই গোটা দেশে শুধুমাত্র ৪জি নেটওয়ার্কের মাধ্যমে পরিষেবা দিচ্ছে মুম্বাইয়ের কোম্পানিটি। তাই ৫জি নেটওয়ার্ক পরিষেবা শুরু করতে এয়ারটেল ও ভি-এর থেকে জিওর কাজ অনেক সহজ হবে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
স্যামসাং ও কোয়ালকমের সঙ্গে হাত মিলিয়ে ভারতে ৫জি পরিষেবা শুরু করার কাজ করছে জিও। চলতি বছরে রিলায়েন্সের বার্ষিক সাধারণ সম্মেলন থেকে মুকেশ আম্বানি ঘোষণা করেছিলেন, ৫জি স্পেকটার্ম ব্যবহারের অনুমতি মিললেই পরীক্ষামূলক ভাবে ৫জি পরিষেবা শুরু করবে জিও।
অক্টোবরে কোয়ালকম ৫জি সামিট অনুষ্ঠানে জিও জানিয়েছিল ৫জি রেডিও নেটওয়ার্ক অ্যাকসেস নেটওয়ার্ক ব্যবহার করে গোটা দেশে ৫জি নেটওয়ার্ক পরীক্ষা শুরু করা যাবে।
৫জি নেটওয়ার্কের পরিকল্পনা ঘোষণার সঙ্গেই সম্প্রতি গুগলের সঙ্গে হাত মিলিয়ে কম দামের ৪জি ফোন লঞ্চের ঘোষণা করেছে জিও। আগামী বছর মার্চের আগেই ৪,০০০ টাকার কম দামে ভারতের বাজারে এই ৪জি ফোন লঞ্চ হতে পারে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190