Just In
এক রিজার্জে সব সুবিধা, তিনটি নতুন প্ল্যান নিয়ে এল জিও
সম্প্রতি আইইউসি চার্জের জন্য জিও গ্রাহকদের অন্য নেটওয়ার্কে কল করতে প্রতি মিনিটে ৬ পয়সা খরচ হচ্ছে। এই জন্য ১০ টাকা থেকে ১০০ টাকার মধ্যে একাধিক টপ আপ প্ল্যান নিয়ে এসেছিল জিও। এবার হাজির হল 'অন-ইন-ওয়ান’ প্ল্যান।

২২২ টাকা, ৩৩৩ টাকা আর ৪৪৪ টাকা দামের তিনটি নতুন প্ল্যান নিয়ে এসেছে মুম্বাইয়ের কোম্পানিটি। এই প্ল্যানে যথাক্রমে এক মাস, দুই মাস আর তিন মাস বৈধতা পাওয়া যাবে। তিনটি প্ল্যানের সাথেই থাকছে দিনে ২জিবি ডেটা ব্যবহারের সুবিধা আর জিও নেটওয়ার্কে আনলিমিটেড আউটগোইং কল আর ইনকামিং কল। এছাড়াও অন্য মোবাইল নেটওয়ার্কে কল করার জন্য থাকছে ১,০০০ মিনিট টকটাইম।
২২২ টাকা প্ল্যানে দিনে ২ জিবি ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে জিও নেটওয়ার্কে আনলিমিটেড কল, আনলিমিটেড ইনকামিং কল আর মোট ১,০০০ মিনিট অন্য মোবাইল নেটওয়ার্কে কল করার সুযোগ। সাথে থাকছে সব জিও অ্যাপ ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
৩৩৩ টাকা প্ল্যানে দিনে ২ জিবি ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে জিও নেটওয়ার্কে আনলিমিটেড কল, আনলিমিটেড ইনকামিং কল আর মোট ১,০০০ মিনিট অন্য মোবাইল নেটওয়ার্কে কল করার সুযোগ। সাথে থাকছে সব জিও অ্যাপ ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিন।
৪৪৪ টাকা প্ল্যানে দিনে ২ জিবি ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে জিও নেটওয়ার্কে আনলিমিটেড কল, আনলিমিটেড ইনকামিং কল আর মোট ১,০০০ মিনিট অন্য মোবাইল নেটওয়ার্কে কল করার সুযোগ। সাথে থাকছে সব জিও অ্যাপ ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন।
বেস প্ল্যান রিচার্জ করার পরে ১১১ টাকা রিচার্জ করলেও একই সুবিধা পাওয়া যাবে। সম্প্রতি ১৯ টাকা আর ৫২ টাকা স্যাচেট প্ল্যান তুলে নিয়েছে জিও। যেত। ১৯ টাকা স্যাচেট প্ল্যানে আনলিমিটেড কলের সাথে ২০ টা এসএমএস আর ১৫০ এমবি ডেটা মিলত। এই প্ল্যানের ভ্যালিডিটি ছিল ১ দিন। অন্যদিকে ৫২ টাকা স্যাচেট প্ল্যানে সাত দিনের জন্য আনলিমিটেড কল, ৭০ টা এসএমএস আর ১.০৫ জিবি ডেটা পাওয়া যেত।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470