Just In
Don't Miss
জিওর থেকেও বড় অফার নিয়ে এল বিএসএনএল
টেলিকম বাজারে যুদ্ধ শেষ হওয়ার নয়। যবে থেকে বাজারে জিও এসেছে রোজই কোম্পানিগুলি একের পর এক নতুন প্ল্যান লঞ্চ করে চলেছে। কেউ দিচ্ছে বেশি টকটাইম তো কেউ ডাটা। এবার জিওকে ঘায়েল করতে একাধিক প্ল্যানে বেশি সুবিধা দিতে শুরু করল ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)। সম্প্রতি একাধিক স্পেশাল রিচার্জে আগের থেকে বেশি সুবিধা দিচ্ছে কোম্পানি। গ্রাহকরা অতিরিক্ত টকটাইম ও ডাটা পাচ্ছেন।
সম্প্রতি টেলিকম টকে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে একাধিক কম্বো প্যাকে বিএসএনএল গ্রাহকরা অতিরিন্ত টকটাই আর 4 GB পর্যন্ত বেশি ডাটা পাবেন। ২৫২ টাকা, ৪০২ টাকা, ১৭৫ টাকা আর ২১৯ টাকা প্ল্যানে অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে।
২৫২ টাকা রিচার্জে পাওয়া যায় ২০০ টাকা টকটাইম। সাথে থাকে 1 GB ডাটা। ২৫২ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন। অফারে ২৫২ টাকায় ৩৫০ টাকা টকটাইম পাওয়া যাবে। সাথে থাকছে 2 GB ডাটা তবে এই প্ল্যানে একই ভ্যালিডিটি থাকছে। ৪০২ টাকা প্ল্যানে থাকছে ৬০০ টাকা টকটাইম আর 4GB ডাটা।
১৭৫ টাকায় ২০০ টাকা দিচ্ছে বিএসএনএল। সাথে থাকছে 500 MB ডাটা। ২১৯ টাকায় দিচ্ছে ২৫০ টাকা টকটাইম আর 500 MB ডাটা। এই দুটি প্ল্যানেই থাকছে ৬০ দিন ভ্যালিডিটি। যাঁরা কম ডাটা ব্যবহার করেন তাঁদের জন্য আদর্শ এই দুটি প্ল্যান।
তবে এখনই সারা দেশের বিএসএনএল গ্রাহকরা এই সুবিধা ব্যবহার করতে পারবেন না। আপাতত এই অফার শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সার্কেলের বিএসএনএল প্রিপেড নম্বরে কাজ করবে। পরে এই অফার দেশের অন্যান্য সার্কেলে নিয়ে আসা হবে কী না সেই বষয়ে কোন তথ্য জানায়নি রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190