Just In
জিওফোন অফারের মেয়াদ বাড়ল ৩০ দিন
দীপাবলি আগে জিওফোনের দাম কমিয়েছিল রিলায়েন্স জিও। কোম্পানি জানিয়েছিল ৩১ অক্টোবর পর্যন্ত ৬৯৯ টাকায় পাওয়া যাবে ভারতের অন্যতম জনপ্রিয় এই ফিচার-ফোন। এবার জিওফোন অফারের মেয়াদ বাড়িয়ে ৩০ নভেম্বর করল মুকেশ আম্বানির কোম্পানি।

১,৫০০ টাকার পরিবর্তে ৬৯৯ টাকায় জিওফোন কেনা যাচ্ছে। এই অফারে জিওফোন কিনলে ৭০০ টাকার ডেটা সুবিধা পাবেন গ্রাহক। ফোন কেনার পরে প্রথম সাতটা রিচার্জের সাথে ৯৯ টাকার ডেটা যোগ করে দেবে কোম্পানি।
৩০ নভেম্বরের আগে জিওফোন কিনতে ৬৯৯ টাকা খরচ হবে। এর সাথে ৭০০ টাকার ডেটা সুবিধা পাবেন গ্রাহক। প্রথম সাতটা রিচার্জের সাথে ৯৯ টাকার অতিরিক্ত ডেটা অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। এই ডেটা ব্যবহার করে জিওফোন থেকে ইন্টারনেটে যে কোন ধরনের কনটেন্ট দেখা যাবে।
দীপাবলির আগে জিওফোনে এই অফার শুরু হয়েছিল। অক্টোবর মাসের শুরুতে জিও জানিয়েছিল ৬৯৯ টাকা খরচ করে নতুন জিওফোন কেনা যাবে। তখন জিও জানিয়েছিল ৩১ অক্টোবর পর্যন্ত এই অফার চলবে। যদিও সম্প্রতি এই অফারের বৈধতা বাড়িয়ে ৩০ অক্টোবর করেছে রিলায়েন্স জিও। অর্থাৎ ৩০ নভেম্বরের আগে গোটা দেশের সব রিটেল স্টোর থেকে মাত্র ৬৯৯ টাকা খরচ করলেই পকেটে আসবে একটি নতুন জিওফোন।
জিওফোনে রয়েছে কাইওএস অপারেটিং সিস্টেম। এই ফোনে থাকছে ১.২ গিগা হার্তজ ডুয়াল কোর প্রসেসর, ৫১২ এমবি র্যাম, ২.৪ ইঞ্চি ডিসপ্লে ও ৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। এর সাথেই জিও ফোনে রয়েছে মাইক্রো এসডি সাপোর্ট আর ২,০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি।
২২ টি প্রাদেশিক ভাষায় জিওফোন ব্যবহার করা যায়। এর সাথে জিওফোনে রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। এছাড়াও জিওফোনে হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক, গুগল ম্যাপস, জিও সিনেমা, জিও মিউজিক, জিও টিভি জিও নিউজ অ্যাপগুলি ব্যবহার করা যায়।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470