Just In
মাসে ৭০০ টাকায় ব্রডব্যান্ড কানেকশন দেবে জিও, ঘোষনা মুকেশ আম্বানির
অনেক দিন ধরেই চলছিল জল্অপনা। ইতিমধ্যেই পরীক্ষামুলকভাবে শুরু হয়েছে পরিষেবা। অবশেষে কোম্পানির ব্রডব্যান্ড পরিষেবা শুরু করলেন মুকেশ আম্বানি। গত এক বছর এই ব্রডব্যান্ড পরিষবা সম্পর্কে একের পর এক রিপোর্ট সামনে এসেছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে লঞ্চ হল জিও গিগাফাইবার। ৫ সেপ্টেম্বর এই পরিষেবা শুরু হচ্ছে। তিন বছর আগে একই দিনে ভারতে টেলিকম পরিষেবা শুরু করেছিল জিও।

লঞ্চের সময় মুকেশ আম্বানি জানিয়েছেন মাসে ৭০০ টাকা থেকে ১০,০০০ টাকার মধ্যে জিও গিগাফাইবারের বিভিন্ন প্ল্যান ব্যবহার করা যাবে। মুকেশ আম্বানি জানিয়েছেন সব ধরনের বাজেটের জন্য আলাদা প্ল্যান থাকবে। এর ফলে দেশের বিভিন্ন আর্থিক গোষ্ঠীর গ্রাহকরা সহজেই জিও গিগাফাইবার ব্যবহার করতে পারবেন। “৫ সেপ্টেম্বর বানিজ্যিকভাবে এই পরিষেবা শুরু করব আমরা। গোটা বিশ্বে ডেটার যা দাম তার দশ ভাগের এক ভাগ দামে নতুন ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে আসছে জিও।” সোমবার বলেন মুকেশ আম্বানি।
ইতিমধ্যেই গোটা দেশে জিও গিগাফাইবার কানেকশনের জন্য দেড় কোটি রেজিস্ট্রেশন জমা পড়েছে। ২০১৮ সালের অগাস্এট মাসে রেজিস্ট্রেশন শুরু হয়েছিল। কানেকশনের সাথেই একটি ল্যান্ডলাইন ফোন বিনামূল্যে পাওয়া যাবে। সেই ফোন থেকে বিনামূল্যে লোকাল ও ন্যাশানাল কল করা যাবে। মুকেশ আম্বানি জানিয়েছে গোটা দেশে সব থেকে কমা দামে ইন্টারন্যাশানাল করা যাবে এই ল্যান্ডফোন থেকে।
এছড়াও জিও গিগাফাইবার কানেকশনের সাথে একটি ৪কে সেট টপ বক্স পাওয়া যাবে। এক বছর সাবস্ক্রিপশনে এই সেট টপ বক্স বিনামূল্যে মিলবে। এই সেট টপ বক্সে ৪কে কনটেন্ট দেখা যাবে।
এছাড়াও মিক্সড রিয়ালিটি পক্যাটফর্মের মাধ্যমে দুর্দান্ত অভিজ্ঞতা পাবেন গ্রাহক। এর ফলে ভারতবাসীর শপিং এর অভিজ্ঞতা বদলে যাবে। এছাড়াও হাই কোয়ালিটি ভিডিও কল করা যাবে এই কানেকশান থেকে।
লঞ্চের তিন বছরের মধ্যেই গোটা দেশের এক নম্বর টেলিকম কোম্পানির তকমা ছিনিয়ে নিয়েছে জিও। মুকেশ আম্বানি জানিয়েছে এই মুহুর্তে গোটা দেশে ৩৪ কোটির বেশি গ্রাহক জিও নেটওয়ার্ক ব্যবহার করেন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470