Just In
Don't Miss
জিও বনাম বিএসএনএল বনাম এয়ারটেল: সেরা ব্রডব্যান্ড প্ল্যান কোনটি?
ভারতে টেলিকম দুনিয়াকে আমুল বদলে দিয়েছে জিও। টেলিকম দুনিয়ায় বিপ্লব আনার পরে এবার ব্রডব্যান্ড জগতে প্রবেশ করছে মুকেশ আম্বানির কোম্পানি। এখনও সারা দেশে জিওর ব্রডব্যান্ড সার্ভিস না পৌঁছালেও ইতিমিধ্যেই বিএসএনএল ও এয়ারটেলের ঘুম কেড়ে নিয়েছে জিও ব্রডব্যান্ড। এক নজরে জিও, বিএসএনএল ও এয়ারটেলের ব্রডব্যান্ড প্ল্যানে চোখ বুলিয়ে নেওয়া যাক।
জিও গিগাফাইবার
অগাস্ট মাসে জিও গিগাফাইবারের রেজিস্ট্রেশান শুরু হয়েছিল। ইতিমিধ্যেই একাধিক রিপোর্ট থেকে জিও গিগাফাইবারের প্ল্যান সম্পর্কে জানা গিয়েছে। তবে কোম্পানির তরফ থেকে এখনো গিগাফফাইবারের প্ল্যান সম্পর্কে কিছু জানানো হয়নি। শুরুতে প্রিভিউ অফারে লঞ্চ হবে জিওর ব্রডব্যান্ড সার্ভিস।
100 Mbps স্পিডে মাসে 100GB ডাটা ব্যবহার করা যাবে। তিন মাস চলবে প্রিভিউ অফার। টেলিকম সার্ভিসের মতোই এই সার্ভিসের সাথে সব জিও অ্যাপ বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে শুরুতে ৪,৫০০ টাকা সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে। এর সাথেই জিও নিয়ে আসছে একগুচ্ছ স্মার্ঠোম সার্ভিস।
বিএসএনএল ব্রডব্যান্ড
সারা ভারতে রয়েছে বিএসএনএল এর ব্রডব্যান্ড সার্ভিস। বিএসএনএল ৭৭৭ টাকায় মাসে 500GB ডাটা দেয়। কানেকশান স্পিড 50Mbps। ১,২৭৭ টাকায় বিএসএনএল ব্রডব্যান্ডে 100 Mbps স্পিডে মাসে 750GB ডাটা ব্যবহার করা যায়। নির্দিষ্ট ডাটা শেষ হয়ে গেলে কানেকশান স্পিড কমে 20 Mbps হয়ে যাবে।
এয়ারটেল ভি-ফাইবার
এয়ারটেল ভ-ফাইবার কানেকশানের সাথে এক বছরের আমাজন প্রাইম সার্ভিস বিনামূল্যে দেবে এয়ারটেল। ৭৯৯ টাকার প্ল্যানে এয়ারটেল দিচ্ছে 100GB ডাটা। এই প্ল্যানের কানেকশান স্পিড 40 Mbps। এর সাথেই থাকবে আনলিমিটেড কলিং এর সুবিধা। ১,২৯৯ টাকার প্ল্যানে 100Mbps স্পিডে 500GB ডাটা পাওয়া যাবে। এছাড়াও ১,৯৯৯ টাকার প্ল্যানেও পাওয়া যাবে 100 Mbps স্পিড।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190