Just In
১২ টি প্রাদেশিক ভাষায় লঞ্চ হল জিও নিউজ
এতদিন খবর পড়ার জন্য জিওর একাধিক অ্যাপ ছিল। এবার সব এক এক জায়গার করে লঞ্চ হল জিও নিউজ। এই অ্যাপ ব্যবহার করে খবর কাগজের সাথেই ম্যাগাজিন পড়া যাবে। এছাড়াও ১৫০ টির বেশি খবরের চ্যানেল লাইভ দেখা যাবে জিও নিউজ থেকে। লোকসভা ভোট ও আইপিএল এর প্রতি মুহুর্তের আপডেট পাওয়া যাবে জিও জিউজ থেকে।

বাংলা, ইংরাজি, গুজরাটি, হিন্দি, মারাঠি, পাঞ্জাবি, তামিল, উর্দু সহ ১২ টি ভাষায় ব্যবহার করা যাবে নতুন জিও নিউজ অ্যাপ। এই অ্যাপ থেকে ২৫৯০ টির বেশি খবর কাগজ পড়া যাবে। সাথে ৮০০ র বেশি ম্যাগাজিন পড়া যাবে আর ১৫০ র বেশি খবরের চ্যানেল লাইভ দেখা যাবে জিও নিউজ থেকে।
কোম্পানি জানিয়েছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে খুব সহজেই গ্রাহকের আগ্রহের খবর পৌঁছে যাবে ক্রিনে। প্রত্যেক গ্রাহকের জন্য আলাদা খবর পাঠানো হবে। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স আর মেশিন লার্নিং ব্যবহার করে এই ফিচার কাজ করবে।
জিও নিউজ ছাড়াও সম্প্রতি ভিভো ভি ১৫ আর ভিভো ভি ১৫ প্রো কিনলে ১০,০০০ টাকার সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে জিও। ৬ মার্চ থেকে ৩ জুন এর মধ্যেই জিও গ্রাহকরা এই দুটি ফোন কিনলে এই সুবিধা পাবেন। ৬,০০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে ৪০ টি ১৫০ টাকা ক্যাশব্যাকে কুপন পাওয়া যাবে। ২৯৯ টাকা রিচার্জে এই কুপনগুলি ব্যবহার করা যাবে। সেই ক্ষেত্রে ২৯৯ টাকা রিচার্জে ১৫০ টাকা ছাড় পাওয়া যাবে। ভিভো ভি ১৫ ও ভিভো ভি ১৫ প্রো কিনলে এই সুযোগ পাওয়া যাবে। ২৯৯ টাকা প্ল্যানে দিনে 3GB ডেটা ব্যবহার করা যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। ৪০ টি রিচার্জের পরে মোট 3.3TB ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহক।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470