Just In
- 21 hrs ago
টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন কীভাবে?
- 1 day ago
বাড়ি বসেই আধার কার্ডের ঠিকানা, জন্ম তারিখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করবেন কীভাবে? ধাপে ধাপে দেখে ন
- 2 days ago
পকেট-সই দামে বিএসএনএল ব্রডব্যান্ডের পাঁচটি প্ল্যান দেখে নিন
- 3 days ago
শীঘ্রই হোয়াটসঅ্যাপের ভিতরে যোগ হতে চলেছে জিওমার্ট: রিপোর্ট
Don't Miss
৫৯৮ টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল জিও, কী সুবিধা মিলছে?
সম্প্রতি ৫৯৮ টাকার নতুন প্ল্যান নিয়ে এসেছে রিলায়েন্স জিও। এই প্ল্যানের সঙ্গে এক বছরের ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন বিনামূল্যে ব্যবহার বকরা যাবে। চলতি সপ্তাহে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সেই কথা মাথায় রেখেই ক্রিকেট মরশুম শুরুর আগেই একের পর এক নতুন প্ল্যান নিয়ে হাজির হচ্ছে মুম্বাইয়ের কোম্পানিটি। অনলাইনে শুধুমাত্র ডিজনি প্লাস হটস্টার থেকেই বিশ্বের এক নম্বর ক্রিকেট লিগ সরাসরি দেখা যাবে। সেই কথা মাথায় রেখেই নতুন প্ল্যানে বার্ষিক সাবস্ক্রিপশন বিনামূল্যে দিচ্ছে মুকেশ আম্বানির কোম্পানি।
ইতিমধ্যেই কোম্পানির ওয়েবসাইটে ৫৯৮ টাকা প্রিপেড প্ল্যান দেখা গিয়েছে। বলা হয়েছে এই প্ল্যানের সঙ্গে প্রতিদিন বিনামূল্যে ২জিবি ডেটা ব্যবহার করা যাবে। ২জিবি ডেটা শেষ হলে স্পিড কমে ৬৪কেবিপিএস হবে। সঙ্গে থাকছে সব জিও নম্বরে আনলিমিটেড কল ও অন্য নেটওয়ার্কে ভয়েস কলের জন্য ২০০০ মিনিট টকটাইম। এছাড়াও প্রতিদিন ১০০ এসএমএস ব্যবহার করা যাবে। আগেই জানানো হয়েছে ৫৯৮ টাকা রিচার্জ করলে বিনামূল্যে এক বছরের ডিজনি প্লাস হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এছাড়াও সব জিও অ্যাপ ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিন।
এছাড়াও ঘরে ঘরে হাই স্পিড ইন্টারনেট পৌঁছে দিতে সম্প্রতি একাধিক ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে এসেছে জিও। এর ফলে বাড়ি বসে হাই স্পিড ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানগুলিতে আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে একাধিক অতিরিক্ত ফিচার। ৩৯৯ টাকা থেকে জিও ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান শুরু হচ্ছে। সর্বোচ্চ প্ল্যানের দাম ৮,৪৯৯ টাকা। সেই প্ল্যানের প্রতি সেকেন্ডে ১ গিগাবাইট ডেটা ট্রান্সফার করা যাবে।
এই মুহূর্তে নতুন ফাইবার ব্রডব্যান্ড গ্রাহকদের এক মাস বিনামূল্যে পরিষেবা ব্যবহার করতে দিচ্ছে জিও। এই জন্য গ্রাহকদের দুটি অপশন দেওয়া হচ্ছে। প্রথম অপশনে ২৫০০ টাকার বিনিময়ে কানেকশন নেওয়া যাবে। কানেকশন ছেড়ে দিলে এই টাকা ফেরত মিলবে। বিনামূল্যে পাওয়া যাবে একটি ৪কে সেট টপ বক্স। সঙ্গে থাকছে ১৫০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডেটা, আনলিমিটেড ভয়েস কল, ভুট, জি৫, অল্টবালাজি, ডিজনি প্লাস হটস্টার সহ ১০টা ওটিটি সাবস্ক্রিপসন।
দ্বিতীয় অপশনে ১৫০০ টাকা খরচ করে কানেকশন নিতে হবে। এই টাকাও কানেকশন ছেড়ে দিলে ফিতে পাওয়া যাবে। সঙ্গে থাকছে একটি মোডেম। এই প্ল্যানের সঙ্গে বিনামূল্যে ১৫০ এমবিপিএস আনলিমিটেড ডেটা ও আনলিমিটেড কল করা যাবে।
এই দুই অপশনেই ৩০ দিন ভ্যালিডিটি মিলবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190