Just In
- 3 days ago
টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন কীভাবে?
- 4 days ago
বাড়ি বসেই আধার কার্ডের ঠিকানা, জন্ম তারিখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করবেন কীভাবে? ধাপে ধাপে দেখে ন
- 5 days ago
পকেট-সই দামে বিএসএনএল ব্রডব্যান্ডের পাঁচটি প্ল্যান দেখে নিন
- 6 days ago
শীঘ্রই হোয়াটসঅ্যাপের ভিতরে যোগ হতে চলেছে জিওমার্ট: রিপোর্ট
Don't Miss
জিও অফার: এক বছর বিনামূল্যে প্রাইম মেম্বারশিপ দিচ্ছে জিও
২০১৮ সালের পুইনরাবৃত্তি। ২০১৯ সালেও বিনামূল্যে এক বছর প্রাইম মেম্বারশিপ দিতে শুরু করল জিও। সব গ্রাহকের প্রাইম মেম্বারশিপের বৈধতা এক বছর বাড়িয়ে দিয়েছে মুম্বাই এর কোম্পানিটি। প্রাইম মেম্বারশিপের মাধ্যমে বিভিন্ন জিও অ্যাপ ও বিভিন্ন জিও প্রিপেড অফারের সুবিধা পান জিও গ্রাহকরা। প্রাইম মেম্বারশিপের জন্য জিও গ্রাহককে বছরে ৯৯ টাকা খপ্রচ করতে হয়। নতুন অফারে আরও এক বছর বিনামূল্যে এই পরিষেবা পাবেন জিও গ্রাহকরা।
তবে যে সব গ্রাহকের এখন প্রাইম মেম্বারশিপ চালু রয়েছে শুধুমাত্র সেই গ্রাহকদের মেম্বারশিপের বৈধতা এক বছর বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই প্রাইম মেম্বারশিপ শেষ হলে গিয়ে থাকলে এই অফারের সুবিধা পাওয়া যাবে না। এচভহাড়াও নতুন গ্রাহকরা এই অফার ব্যবহার করতে পারবেন না। নতুন জিও গ্রা[হকদের ৯৯ টাকা দিয়ে প্রাইম রিচার্জ করাতে হবে।
মাই জিও অ্যাপ এ লগ ইন করে মাই প্ল্যান্স বিভাগে গিয়ে প্রাইম মেম্বারশিপের বৈধতা দেখে নেওয়া যাবে। তবে গ্রাহককে আলাদা করে কিছু করতে হবে না। নিজে থেকেই প্রাইম মেম্বারশিপের বৈধতা বাড়িয়ে দেবে জিও।
গত বছরেও একই সুবিধা নিয়ে এসেছিল মুকেশ আম্বানির কোম্পানি। তবে সেই সময় প্রাইম মেম্বারশিপ বৈধতা এক বছর বাড়ানোর জন্য মাই জিও অ্যাপ থেকে আবেদন জানাতে হচ্ছিল গ্রাহককে। এর পরেই অতিরিক্ত বৈধতা পাওয়া যাচ্ছিল। ২০১৯ সালের অফারে সেই ঝামেলা থেকে মুক্তি মিলেছে। সব জিও গ্রাহকের প্রাইম মেম্বারশিপের বৈধতা নিজে থেকেই এক বছর বেড়ে যাবে। এর জন্য গ্রাহককে আলাদা করে কিছু করতে হবে না।
প্রাইম মেম্বারশিপের ফলে জিও গ্রাহকরা জিও টিভি, জিও মিউজিক, জিও নিউজের মতো অ্যাপগুলি ব্যবহার করতে পারেন। এছাড়াও জিও নেটওয়ার্কে যে কোন ধরনের অফার ব্যবহারের জন্য প্রাইম মেম্বারশিপ বাধ্যতামুলক।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190