Just In
এই দুই প্রিপেড প্ল্যান ফিরিয়ে আনল জিও
সম্প্রতি একগুচ্ছ নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করেছিল। কোম্পানির নতুন 'অল-ইন-ওয়ান’ প্ল্যানগুলিতে জিও নম্বরে আনলিমিটেড কলের সাথেই অন্য নেটওয়ার্কে নির্দিষ্ট পরিমাণ টকটাইম পাবেন গ্রাহক। এবার ৯৮ টাকা আর ১৪৯ টাকা প্ল্যান ফিরিয়ে আনল মুকেশ আম্বানির কোম্পানি। তবে নতুন দুই প্ল্যানে শুধুমাত্র জিও নম্বরে আনলিমিটেড কল করার সুবিধা থাকছে। অন্য নেটওয়ার্কে কল করতে আলাদা আইইউসি রিচার্জ করতে হবে গ্রাহককে।

৯৮ টাকা প্ল্যানে সব জিও নম্বরে বিনামূল্যে কল করা যাবে। সাথে থাকছে মোট ২ জিবি ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। তবে ৯৮ টাকা প্ল্যানে রিচার্জ করলে অন্য নেটওয়ার্কে কল করতে ১০ টাকা থেকে ১০০ টাকার মধ্যে যে কোন একটি আইইউসি রিচার্জ করতে হবে গ্রাহককে।
১৪৯ টাকা প্ল্যানে দিনে ১ জিবি ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৪ দিন। সাথে থাকছে জিও নম্বরে আনলিমিটেড কল আর দিনে ১০০ টা এসএমএস। জিও নম্বরে আনলিমিটেড কলের সাথেই অন্য নম্বরে ৩০০ মিনিট কল করা যাবে। ৩০০ মিনিট শেষ হলে আইইউসি রিচার্জ করে অন্য নেটওয়ার্কে কল করা যাবে।
এই দুই প্ল্যানের গ্রাহকরাই সব জিও প্রাইম অ্যাপ ব্যবহার করতে পারবেন। গত সপ্তাহে একগুচ্ছ নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে জিও। ১২৯ টাকা থেকে ২,১৯৯ টাকা দামে এই প্ল্যানগুলি ব্যবহার করা যাচ্ছে। ২৮ দিন থেকে ৩৬৫ দিন ভ্যালিডিটিতে নতুন এই প্ল্যানগুলি সামনে এসেছে। নতুন প্ল্যানগুলির সাথে জিও নম্বরে আনলিমিটেড কল করা যাবে। তবে অন্য নম্বরে ফোন করতে নির্দিষ্ট টকটাইম পাবেন গ্রাহক।
জিও ছাড়াও সম্প্রতি প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছে ভোডাফোন আইডিয়া ও এয়ারটেল। ইতিমধ্যেই তিন বেসরকারি কোম্পানির নতুন প্ল্যান কার্যকর হয়েছে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470