Just In
- 13 hrs ago
বিএসএনএল প্রজাতন্ত্র দিবস অফার ২০২১: বাড়ল একাধিক প্ল্যানের ভ্যালিডিটি, সামনে এল নতুন প্ল্যান
- 4 days ago
টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন কীভাবে?
- 5 days ago
বাড়ি বসেই আধার কার্ডের ঠিকানা, জন্ম তারিখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করবেন কীভাবে? ধাপে ধাপে দেখে ন
- 6 days ago
পকেট-সই দামে বিএসএনএল ব্রডব্যান্ডের পাঁচটি প্ল্যান দেখে নিন
Don't Miss
মিলবে ৩৩৬ দিন বৈধতা; নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল জিও
প্রিপেড গ্রাহকদের জন্য নতুন লম্বা ভ্যালিডিটির প্ল্যান নিয়ে এল জিও। ২,১২১ টাকা প্রিপেড প্ল্যানে ৩৩৬ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। সঙ্গে রয়েছে প্রতিদিন ১.৫ জিবি ডেটা। নতুন প্রিপেড প্ল্যানের গ্রাহকরা সব জিও নম্বরে আনলিমিটেড কল করতে পারবেন।
২,১২১ টাকা প্রিপেড প্ল্যানে জিও গ্রাহকরা সব জিও নম্বরে আনলিমিটেড কল করতে পারবেন। অন্য নেটওয়ার্কে বিনামূল্যে ১২,০০০ মিনিট কথা বলা যাবে। সঙ্গে রয়েছে প্রতিদিন ১.৫জিবি ডেটা ও ১০০ টা এসএমএস। ২,১২১ টাকা প্রিপেড প্ল্যানের বৈধতা ৩৩৬ দিন। সঙ্গে রয়েছে জিও টিভি, জিও সিনেমা, জিও নিউজ।
কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট ছাড়াও গুগল পে ও পেটিএময়ের মতো থার্ড পার্টি অ্যাপ থেকে নতুন রিচার্জ করা যাচ্ছে।
জানুয়ারিতে আরও একটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছিল মুকেশ আম্বানির কোম্পানি। ২০২০ সালের শুরুতেই হাজির হল ২৫১ টাকার নতুন প্রিপেড প্ল্যান। এই প্ল্যানে দিনে ২জিবি ডেটা ব্যবহার করা যাবে। সম্প্রতি ১৯৯ টাকা প্ল্যান লঞ্চ করেছিল জিও। সেই প্ল্যানে দিনে ১.৫জিবি ডেটা পাওয়া যায়। ২৪৯ টাকা রিচার্জে একই সুবিধা দেওয়া ভোডাফোন ও এয়ারটেল। এবার ২৫১ টাকা রিচার্জে দিনে ২জিবি ডেটা দিতে শুরু করল মুকেশ আম্বানির কোম্পানি।
'জিও ক্রিকেট’ নামের নতুন এই প্ল্যান রিচার্জ করতে ২৫১ টাকা খরচ হবে। এই প্ল্যানের সাথে কোন ভয়েস কল অথবা এসএমএসের সুবিধা থাকছে না। ২৫১ টাকা রিচার্জ করলে জিও নম্বরে শুধুমাত্র ডেটা ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানে মাত্র ২.৪৬ টাকা খরচ করে ১জিবি ডেটা ব্যবহার করা যাবে। ২৫১ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ৫১ দিন।
দাম বাড়ানো সত্ত্বেও সম্প্রতি জিওর গ্রাহক সংখ্যা বেড়েছে। ২০১৯ সালের অক্টোবর মাসে ৯১ লক্ষ নতুন গ্রাহক জিও নম্বরে যোগ দিয়েছেন।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190