Just In
অনলাইন রিচার্জে আপনাকে সাহায্য করতে হাজির জিও সারথী
জিও সারথী নামে একটি ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট নিয়ে হাজির হল রিলায়েন্স জিও। মাই জিও অ্যাপ এর মধ্যে কাজ করবে জিও সারথী। ভারতে অনলাইন রিচার্জ ক্রমশ জনপ্রিয় হচ্ছে। এর ফলে অনেক গ্রাহক প্রথম বার অনলাইন রিচার্জ শুরু করেছেন। এই সব গ্রাহককে অনলাইন রিচার্জের সময় সাহায্য করতেই এই ডিলিটাল অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করেছে মুকেশ আম্বানির কোম্পানি। ২৭ জুলাই থেকে অ্যানড্রয়েড ও আইওএস এর মাই জিও অ্যাপ থেকে জিও সারথী ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যাচ্ছে।

এই প্রথম অ্যাপ এর মধ্যে অনলাইন রিচার্জের জন্য কোন ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট লঞ্চ হল। মাই জিও অ্যাপ থেকে রিচার্জের সময় জিও সারথী ডিসপ্লের উপরে ভেসে উঠবে। এর পরে প্রত্যেক ধাপে কী করতে হবে তা কন্ঠস্বরের মাধ্যমে বলে দেবে এই ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। মাই জিও অ্যাপ থেকে রিচার্জ অপশন সিলেক্ট করলে নিজে থেকেই এই ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট চলতে শুরু করবে।
আপাতত শুধুমাত্র ইংরাজি ও হিন্দি ভাষায় কাজ করবে এই ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। পরে আরও অনেক প্রাদেশিক ভাষায় জিও সারথী লঞ্চ হবে বলে জানিয়েছে মুম্বাই এর কোম্পানিটি। একবার ডিসপ্লের উপরে জিও সারথী বাটনে ট্যাপ করলে এই ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট অপনার সাথে কথা বলা শুরু করবে।
এর পরে ধাপে ধাপে কী করতে হবে তা বলতে থাকবে জিও সারথী। সব শেষে কার্ড অথবা ইউপিআই ব্যবহার করে কীভাবে পেমেন্ট করতে হবে তাও শিখিয়ে দেবে এই ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট।
আপাতত মাই জিও অ্যাপ এর ভিতর থেকেই জিও সারথী ব্যবহার করা যাবে। তাই শুধুমাত্র এই অ্যাপ থেকে অনলাইন রিচার্জের সময়েই জিও সারথীর সাহায্য পাওয়া যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470