Just In
Don't Miss
৫০০ টাকার কমে এই প্ল্যানগুলিতে প্রতিদিন ৩জিবি ডেটার সঙ্গেই পাবেন স্ট্রিমিংয়ের সুবিধা
এয়ারটেল, জিও ই ভি-র বিভিন্ন প্ল্যানে প্রতিদিন ৩জিবি ডেটা পাওয়া যায়। সঙ্গে থাকে আনলিমিটেড কল। আজকাল ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করে দেখতে দিনে অন্তত ৩জিবি ডেটা থাকা বাধ্যতামূলক। তাই এই প্ল্যানগুলির সঙ্গে থাকে জি৫, আমাজন প্রাইম, হটস্টারের মতো প্ল্যাটফর্মের সাবক্রিপশন। এই সব প্ল্যানের সঙ্গেই স্ট্রিমিং প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশনে অতিরিক্ত খরচ হবে না। কয়েকটি প্ল্যানে পাবেন অতিরিক্ত ডেটা কুপন।
৫০০ টাকা কমে এয়ারটেল, জিও ও ভি-র এই প্ল্যানগুলিতে পাবেন প্রতিদিন ৩জিবি ডেটা
ভি ৪০১ টাকা প্রিপেড প্ল্যান: এই প্ল্যানে ২৮ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। সঙ্গে রয়েছে আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০ এসএমএস। এই প্ল্যানে প্রতিদিন ৩জিবি ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে অতিরিক্ত ১৬জিবি ডেটা। এই প্ল্যানের সঙ্গে ১ বছর ডিজনি প্লাস হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এছাড়াও রয়েছে নাইট টাইম ইন্টারনেট ও উইকেন্ড রোলওভার। একই সুবিধা নিয়ে ৬০১ টাকা ও ৮০১ টাকা প্ল্যান লঞ্চ করেছে ভি। এই দুই প্ল্যানে উপরে সব সুবিধার সঙ্গেই যথাক্রমে ৫৬ দিন ও ৮৪ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।
জিও ৪০১ টাকা প্ল্যান: এই প্ল্যানে ২৮ দিন ভ্যালিডিটির সঙ্গেই ৯০গব ডেটা মিলবে। প্রতিদিন ৩জিবি ডেটার সঙ্গেই মিলবে ৬জিবি অতিরিক্ত ডেটা। সঙ্গে আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন ১০০ এসএমএস পাওয়া যাবে। এই প্ল্যানের সঙ্গে এক বছর বিনামূল্যে ডিজনি প্লাস হটস্টার ভিআইপি সাবক্রিপশন পাওয়া যাবে।
ভি ৪০৫ টাকা প্ল্যান: এই প্ল্যানে ৯০গব ডেটা পাওয়া যাবে। প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। থাকছে প্রতিদিন ৩জিবি ডেটা। সঙ্গে অতিরিক্ত ৬জিবি ডেটা মিলবে। এই প্ল্যানে এক বছর বিনামূল্যে জি৫ সাবস্ক্রিপশন পাওয়া যাবে। সঙ্গে রয়েছে ভি মুভিজ ও টিভি সাবস্ক্রিপশন।
এয়ারটেল ৪৪৮ টাকা প্ল্যান: এই প্ল্যানেও প্রতিদিন ৩জিবি ডেটা মিলবে। সঙ্গে থাকছে আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০ এসএমএস। এই প্ল্যানের সঙ্গে ডিজনি প্লাস হটস্টার, আমাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশন এয়ারটেল এক্সট্রিম ও উইঙ্ক মিউজিক সাবস্ক্রিপশন বিনামূল্যে মিলবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190