Just In
জিওর নাম করে শুরু হয়েছে প্রতারণা, সাবধান হওয়ার সময় এসেছে
রিলায়েন্স জিওর নতুন অফার এর নাম করে মেসেজ পেলে সাবধান হোন। জিও নেটওয়ার্ক এর প্রবল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে প্রতারকরা প্রতারণার জাল বুনছেন। সম্প্রতি এক মেসেজে জিও অফার এর নাম করে বিভিন্ন অ্যাপ ইন্সটল করতে বলছে প্রতারকরা। এই অ্যাপে থাকছে ম্যালিসাস ভাইরাস। প্ এই অ্যাপ ইন্সটল করলে অতিরিক্ত ডেটা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। সেই ফাঁদে পা দিয়ে অনেকেই এই অ্যাপ ইন্সটল করে বিপদে পড়ছেন। এই ধরনের মেসেজ আপনার ফোনে এলে এখনই সাবধান হওয়ার সময় এসেছে।

এই মেসেজে লেখা থাকছে, "সুখবর!! এই অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করলে আগামী ছয় মাস প্রতিদিন 25 জিবি অতিরিক্ত ডেটা দেবে জিও।" এরপরেই থাকছে একটি লিঙ্ক। সেই লিংকে ক্লিক করে অ্যাপ ডাউনলোড করা যাবে।
একটি অনলাইন সুরক্ষা সংস্থা জানিয়েছে মোট 152 টি অ্যাপ জিওর নাম করে প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছে। এই সব অ্যাপ গ্রাহককে প্রতিদিন অতিরিক্ত ২৫ জিবি ডেটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যদিও ইন্সটল করার পরে প্রতারনা ছাড়া আর কিছু মিলবে না।
এই ধরনের অ্যাপ থেকে বিজ্ঞাপন দেখিয়ে প্রতারকরা রোজগার করেন।
এই অ্যাপে মাই জিও অ্যাপের লোগো ব্যবহার হচ্ছে। ফলে গ্রাহক সন্দেহ করছেন না।
এই অ্যাপ থেকে জিও নম্বর চাওয়া হয়। পরে সেই নম্বরে একের পর এক বিজ্ঞাপন মেসেজ পাঠাতে থাকে ডেভেলপাররা।
সম্প্রতি ভুয়ো অ্যাপের ব্যপারে মুখ খুলেছে রিলায়েন্স জিও।
জিও জানিয়েছে কোম্পানির তরফ থেকে এই ধরনের কোন মেসেজ করা করা হয়নি। কোন অফারও সামনে আসেনি।
অনলাইন সুরক্ষা সংস্থা সিমানটেক জানিয়েছে জিওসিকিউরিটি অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করে স্মার্টফোন সুরক্ষিত রাখা সম্ভব।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470