Just In
জিও ফাইবারের সাথে অতিরিক্ত ডেটা মিলবে মাত্র ছয় মাস, তারপর?
৫ সেপ্টেম্বর জিও ফাইবারের বিভিন্ন প্ল্যান লঞ্চ হয়েছে।, ৬৯৯ টাকা থেকে এই প্ল্যানগুলি শুরু হচ্ছে। ৬৯৯ টাকা প্ল্যানে মাসে ১০০ এমবিপিএস স্পিডে ১৫০ জিবি ডেটা ব্যবহার করা যাবে। সবথেকে বেশি দামের প্ল্যানে মাসে ৮,৪৯৯ টাকা খরচ হবে। এই প্ল্যানের সাথে মাসে ৫০০০ জিবি ডেটা ১ জিবপিএস স্পিডে ব্যবহার করা যাবে। ৬৯৯ টাকা থেকে ৮৪৯৯ টাকার মধ্যে মোট ছয়টি নতুন প্ল্যান নিয়ে হাজির হয়েছে মুকেশ আম্বানির কোম্পানির। তবে মাসিক ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ১ এমবিপিএস হয়ে যাবে।

জিও ফাইবার লঞ্চের সময় একাধিক প্ল্যানের সাথে অতিরিক্ত ডেটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জিও। তবে এই অতিরিক্ত ডেটা কানেকশন নেওয়ার পরে প্রথম ছয় মাস ব্যবহার করা যাবে।
জিও ফাইবার ব্রোঞ্জ প্ল্যান
ব্রোঞ্জ প্ল্যানে মাসে ৬৯৯ টাকা খরচ হবে। ১০০ এমবিপিএস স্পিডে মাসে ১০০ জিবি ডেটা ব্যবহার করা যাবে। সাথে ৫০ জিবি অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। অতিরিক্ত ডেটার ভ্যালিডিটি ৩০ দিন। মাসিক ডেটার সীমা শেষ হলে স্পিড কমে ১ এমবিপিএস হয়ে যাবে।
জিও ফাইবার সিলভার প্ল্যান
সিলভার প্ল্যানে মাসে ৮৪৯ টাকা খরচ হবে। ১০০ এমবিপিএস স্পিডে মাসে ২০০ জিবি ডেটা ব্যবহার করা যাবে। সাথে ২০০ জিবি অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। অর্থাৎ এই প্ল্যানে পাসে ৪০০ জিবি ডেটা ব্যবহার করা যাবে। মাসিক ডেটার সীমা শেষ হলে স্পিড কমে ১ এমবিপিএস হয়ে যাবে।
জিও ফাইবার গোল্ড প্ল্যান
গোল্ড প্ল্যানে মাসে ১,২৯৯ টাকা খরচ হবে। ২৫০ এমবিপিএস স্পিডে মাসে ৫০০ জিবি ডেটা ব্যবহার করা যাবে। সাথে ৭৫০ জিবি অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। অতিরিক্ত ডেটার ভ্যালিডিটি ৩০ দিন।
জিও ফাইবার ডায়মন্ড প্ল্যান
ডায়মন্ড প্ল্যানে মাসে ২,৪৯৯ টাকা খরচ হবে। ৫০০ এমবিপিএস স্পিডে মাসে ১২৫০ জিবি ডেটা ব্যবহার করা যাবে। সাথে ২৫০ জিবি অতিরিক্ত ডেটা পাওয়া যাবে।
জিও ফাইবার প্ল্যাটিনাম প্ল্যান
প্ল্যাটিনাম প্ল্যানে মাসে ৩,৯৯৯ টাকা খরচ হবে। ১ জিবিপিএস স্পিডে মাসে ২৫০০ জিবি ডেটা ব্যবহার করা যাবে।
জিও ফাইবার টাইটেনিয়াম প্ল্যান
টাইটেনিয়াম প্ল্যানে মাসে ৮,৪৯৯ টাকা খরচ হবে। ১ জিবিপিএস স্পিডে মাসে ৫০০০ জিবি ডেটা ব্যবহার করা যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470