Just In
- 13 hrs ago
বিএসএনএল প্রজাতন্ত্র দিবস অফার ২০২১: বাড়ল একাধিক প্ল্যানের ভ্যালিডিটি, সামনে এল নতুন প্ল্যান
- 4 days ago
টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন কীভাবে?
- 5 days ago
বাড়ি বসেই আধার কার্ডের ঠিকানা, জন্ম তারিখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করবেন কীভাবে? ধাপে ধাপে দেখে ন
- 6 days ago
পকেট-সই দামে বিএসএনএল ব্রডব্যান্ডের পাঁচটি প্ল্যান দেখে নিন
Don't Miss
জুম-কে টেক্কা দিতে দুর্দান্ত ফিচার নিয়ে এল জিওমিট
ইনটেল ও ফেসবুকের কাছে কোম্পানির শেয়ার বিক্রি করে বিপুল টাকা ঘরে তুলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জিও। এবার দেশের ডিজিটাল ব্যবসায় কোমর বেঁধে নামতে প্রস্তুত হচ্ছে মুকেশ আম্বানির কোম্পানি। সম্প্রতি ভিডিও কনফারেন্সিং দুনিয়ায় জুমকে টেক্কা দিতে বাজারে জিওমিট অ্যাপ নিয়ে এসেছিল মুম্বাইয়ের কোম্পানিটি। সম্প্রতি কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে জিওমিট ব্যবহার করে বিনামূল্যে আনলিমিটেড ভিডিও কনফারেন্স করা যাবে।
ইতিমধ্যেই অ্যানড্রয়েড, আইওএস, উইন্ডোজ,, ম্যাক অপারেটিং সিস্টেম ও ওয়েব প্ল্যাটফর্মের জন্য লঞ্চ হয়েছে জিওমিট। বৃহস্পতিবার বিটা টেস্টিংয়ের পরে এই অ্যাপ লঞ্চ করেছে কোম্পানিটি।
এই মুহূর্তে বিশ্বের অন্যতম জনপ্রিয় কনফারেন্স অ্যাপ জুম। সেই অ্যাপ ব্যবহার করে সর্বোচ্চ ৪০ মিনিট একটি একটি ভিডিও কনফারেন্সে করা যায়। যদিও জিওর তরফ থেকে জানানো হয়েছে জিওমিট ব্যবহার করে চাইলে ২৪ ঘণ্টা সম্পূর্ণ বিনামূল্যে ভিডিও কনফারেন্স করা সম্ভব। এছাড়াও প্রত্যেকটি ভিডিও কনফারেন্স পাসওয়ার্ডের মাধ্যমে সুরক্ষিত রাখা যাবে।
প্লে স্টোরে অ্যাপ লিস্টিংয়ে জানানো হয়েছে ডাউনলোডের পরে মোবাইল নম্বর অথবা ইমেল অ্যাড্রেস ব্যবহার করে সাইন ইন করা যাবে।
জিওমিট ব্যবহার করে ভিডিও কনফারেন্সে হাই ডেফিনিশনে ভিডিও ও অডিও কল করা যাবে। প্রতিদিন যত খুশি ভিডিও কনফারেন্স শুরু করা যাবে। প্রত্যেক ভিডিও কনফারেন্স ২৪ ঘণ্টা পর্যন্ত চলবে। একটি মাত্র ক্লিকে কনফারেন্স কল শুরু করা যাবে।
এছাড়াও থাকছে ওয়েটিং রুম ফিচার। এর ফলে প্রত্যেক গ্রাহককে অনুমতি নিয়ে ভিডিও কনফারেন্সে প্রবেশ করতে হবে। ইতিমধ্যেই গুগল প্লে স্টোরে ৫ লক্ষ ডাউনলোড হয়েছে এই অ্যাপ। সম্প্রতি ৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার। এর পরেই জিওমিট সামনে আসার কারণে শুরুতেই জনপ্রিয়তা বাড়তে পারে।
সম্প্রতি ১১ টি লগ্নী-কারির কাছ থেকে ১.১৭ লক্ষ কোটি টাকা লগ্নি পেয়েছে জিও। এই তালিকায় অন্যতম নাম ইনটেল ও ফেসবুক।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190