Just In
জিওফোনের তিনটি প্রিপেড প্ল্যানের দাম বাড়ল, হাজির নতুন ১৫২ টাকা প্রিপেড প্ল্যান
ভোডাফোন ও এয়ারটেলের মরে প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছিল রিলায়েন্স জিও। এবার জিওফোন গ্রাহকদের অন-ইন-ওয়ান প্ল্যান ঢেলে সাজাল মুম্বাইয়ের কোম্পানিটি। তিনটি প্ল্যান নতুন করে সাজানো ছাড়াও ১৫২ টাকার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে হাজির হল জিও।

জিওফোন ১৫২ টাকা প্রিপেড প্ল্যান
সম্প্রতি জিওফোন গ্রাহকদের জন্য ১৫২ টাকা প্রিপেড প্ল্যান নিয়ে হাজির হয়েছে জিও। এই প্ল্যানে প্রতিদিন ০.৫জিবি ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কলিং। এছাড়াও জিওটিভি ও অন্যান্য জিও অ্যাপ ব্যবহার করা যাবে।
১৫২ টাকা জিও প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এই মুহূর্তে এটাই জিওফোন গ্রাহকদের সবথেকে সস্তা প্ল্যান।
অন্যান্য জিওফোন প্ল্যান
এছাড়াও জিওফোন গ্রাহকদের জন্য ১৫৫ টাকা, ১৮৬ টাকা ও ৭৪৯ টাকা প্রিপেড প্ল্যান ঢেলে সাজিয়েছে কোম্পানিটি। আগে যে প্ল্যানে ১৫৫ টাকা খরচ হতো এখন সেই প্ল্যান রিচার্জ করতে ১৮৬ টাকা খরচ হবে। এই প্ল্যানে প্রতিদিন ১জিবি ডেটা পাওয়া যাবে। সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন ১০০ এসএমএস ব্যবহারের সুযোগ। এছাড়াও এই প্ল্যানের সঙ্গেও সব জিও অ্যাপ ব্যবহার করা যাবে।প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
১৮৬ টাকা প্রিপেড প্ল্যানের দাম বেড়ে হয়েছে ২২২ টাকা। এই প্ল্যানে প্রতিদিন ২জিবি ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন ১০০ এসএমএস ব্যবহারের সুযোগ। এছাড়াও এই প্ল্যানের সঙ্গেও সব জিও অ্যাপ ব্যবহার করা যাবে।প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
সব শেষে ৭৪৯ টাকা প্ল্যানের দাম বেড়ে হয়েছে ৮৯৯ টাকা। এই প্ল্যানে প্রত্যেক ২৮ দিনে জিবি ডেটা ব্যবহার করা যাবে। ৩৩৬ দিন ভ্যালিডিটির এই প্ল্যানে মিলবে মোট ২৪জিবি ডেটা। এছাড়াও থাকছে আনলিমিটেড কল ও প্রতিদিন ৫০ এসএমএস।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470