লঞ্চ হল নতুন ফিচার ফোন Lava Prime X || দাম ১৪৯৯ টাকা

|

স্মার্টফোনের যুগে মাত্র ১৪৯৯ টাকায় বাজারে ফিচার ফোন লঞ্চ করলো লাভা। সম্পুর্ণ ভারতে তৈরী নতুন Lava Prime X ছিনিয়ে নিল প্রথম মেড ইন ইন্ডিয়া ফোনের তকমা। যদিও কবে থেকে পাওয়া যাবে এই ফোন সেই বিষয়ে কিছু জানায়নি কোম্পানি।

লঞ্চ হল নতুন ফিচার ফোন Lava Prime X || দাম ১৪৯৯ টাকা

লাভা জানিয়েছে এই Lava Prime X ফিচার ফোনে গ্রাহকরা পাবেন ১৭ দিনের ব্যাটারি ব্যাকআপ। এছাড়াও গ্রাহকদের দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেবে কোম্পানি।

মনে করা হচ্ছে এই ফোনের মাধ্যমে খুব শিঘ্রই সারা দেশে আবার সংবাদের শিরোনামে চলে আসবে এই ভারতীয় কোম্পানিটি। এছাড়াও আগামি অক্টোবরের মধ্যে প্রথম 'ডিজাইনড ইন ইন্ডিয়া' স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে লাভা। এছাড়াও আগামি ২০২১ সাল পর্যন্ত সব ফোন ভারতেই তৈরী করবে এই ভারতীয় কোম্পানিটি। প্রসঙ্গত গত ২০১৬ সালে নয়ডাতে নিজেদের কোম্পানি তৈরী করেছিল লাভা।

লঞ্চ হল InFocus M7s || ডুয়াল ক্যামেরা, 4000 mAh ব্যাটারিলঞ্চ হল InFocus M7s || ডুয়াল ক্যামেরা, 4000 mAh ব্যাটারি

এছাড়াও গুগুলের সাথে গাঁটছড়া বেঁধে Android Go (Oreo edition) স্মার্টফোন লঞ্চ করবে লাভা। এই এন্ট্রি লেভেল স্মার্টফোনগুলিতে 1GB বা তার কম RAM থাকবে। এছাড়াও এই ফোনগুলিতে গুগুলের গো এডিশান অ্যাপগুলি প্রিলোডেড থাকবে। এই অ্যাপগুলি গুগুল অ্যাপের লাইট ভার্সান।

রিলায়েন্স জিও-র হাত ধরে ভারতের বাজারে প্রত্যাবত্যন হয়েছিল ফিচার ফোনের। এবার প্রায় সব বাজেট ফোন কোম্পানিই ঢুকে পরতে চাইছে এই সেগমেন্টে। তবে কোম্পানি কবে এই ফোন বাজারে আনবে তা জানার জন্য এখনো অপেক্ষা করতে হবে কয়েক দিন।

Best Mobiles in India

Read more about:
English summary
Lava Prime X feature has been launched at a price point of Rs. 1,499. It carries the credits for being the first designed and made in India handset from Lava. The company claims that the handset will have a battery life of 17 days of standby time too. The other details about its features are unknown for now.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X