Just In
Don't Miss
বৃহস্পতিবার লঞ্চ হবে পরবর্তী Lenovo স্মার্টফোন
শিঘ্রই লঞ্চ হবে নতুন Lenovo Z5s। বৃহস্পতিবার নতুন এই স্মার্টফোন বাজারে আসবে বলে জানিয়েছে তাইওয়ানের কোম্পানিটি। বৃহস্পরিবার চিনে এক ইভেন্টে লঞ্চ হবে নতুন Lenovo Z5s।
সম্প্রতি TENAA সার্টিফিকেশান ওয়েবসাইটে এই স্মার্টফোনটি দেখা গিয়েছিল। সেই ওয়েবসাইট থেকে জানা গিয়েছে Lenovo Z5s ফোনে থাকবে একটি ৬.৩ ইঞ্চি ডিসপ্লে। ফোনের পিছনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। Samsung Galaxy A8s ফোনের মতোই Lenovo Z5s ফোনের ডিসপ্লের মধ্যে একটি ছিদ্র করে তার নীচে সেলফি ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছে। আগামী ১০ ডিসেম্বর লঞ্চ হবে Samsung Galaxy A8s। এছাড়াও Huawei Nova 4 স্মার্টফোনেও একই ডিসপ্লে ডিজাইন থাকবে। ১৭ ডিসেম্বর লঞ্চ হবে Huawei Nova 4।
Lenovo Z5s এর ভিতরে থাকবে একটি 3210 mAh ব্যাটারি। এছাড়াও থাকবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এছাড়া Lenovo Z5s স্পেসিফিকেশানে কোন তথ্য জানা যায়নি।
গত মাসে চিনে লঞ্চ হয়েছিল Lenovo Z5 Pro। এই ফোনে রয়েছে একটি ৬.৩৯ ইঞ্চি Full HD+ ডিসপ্লে। Lenovo Z5 Pro এর ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট, 6GB RAM আর 64GB/128GB স্টোরেজ। এছাড়াও থাকবে ডুয়াল সিম সাপোর্ট। এই ডুটি সিম স্লটেই থাকবে 4G VoLTE স্ট্যান্ড বাই।
কানেক্টিভিটির জন্য Lenovo Z5 Pro তে রয়েছে 4G, VoLTE, 3G, Wi-Fi, Bluetooth, GPS, USB Type C আর NFC। এই ফোনের স্লাইডিইং ডিজাইনের ভিতরে থাকবে সেলফি ক্যামেরা। কোম্পানি জানিয়েছে মোট ৩ লক্ষ বার এই ফোন স্লাইড করা যাবে। এই স্লাইডারের ভিতরে থাকবে Lenovo Z5 Pro ফোনের সেলফি ক্যামেরা। Lenovo Z5 Pro ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190