১০ টি নতুন ভাষায় এবার ব্যাবহার করুন Like App

১০ টি নতুন ভাষায় এবার ব্যাবহার করুন Like App

|

এখন ১০ টি নতুন ভাষায় ব্যাবহার করতে পারবেন লাইভ স্ট্রিমিং App Like। ইংরাজি, হিন্দি, তামিল, বাংলা, কন্নড়, মালায়ালাম, গুজরাতি, মারাঠি, তেলেগু ও পাঞ্জাবি ভাষায় ব্যাবহার করা যাবে এই App। কোম্পানি জানিয়েছে গুগুল প্লে স্টোর থেকে এক মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে তাদের এই App।

১০ টি নতুন ভাষায় এবার ব্যাবহার করুন  Like App

যারা স্মার্টফোনে ভিডিও তুলতে এবং সেগুলি সোশাল মিডিয়ায় পোস্ট করতে ভালবাসেন Like App তাদের জন্যই তৈরী। Android ও iOS দুই প্ল্যাটফর্মেই পাওয়া যায় এই App। এই App এর সাহায্যে ভিডিও ব্রডকাস্টার ভিডিওর উপরে বিভিন্ন এফেক্ট ব্যাবহার করে ভিডিওকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন।

কিভাবে বানাবেন QR কোড?কিভাবে বানাবেন QR কোড?

কোম্পানি জানিয়েছে কম এমন ভাবে Like App ডিজাইন করা হয়েছে যাতে কম দামের ফোনেও খুব সবলিল ভাবে চলবে এটি। আর বিভিন্ন মজাদার এফেক্ট ব্যাবহার করে এই App কে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন আপনিও।

এখন ভারতের যুব সমাজের এক নম্বর ভিডিও কমিউনিটি হয়ে ওঠাই লক্ষ্য তাদের।

Best Mobiles in India

Read more about:
English summary
Like app allows you to create interesting videos on the go

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X