Just In
সামনেই লোকসভা নির্বাচন, ভোটার তালিকায় নিজের নাম যাচাই করবেন কিভাবে?
লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। সব রাজনৈতিক দল ধারালো করেছে নিজেদের প্রচার। ভোটার তালিকায় নিজের নাম রয়েছে কি না তা জেনে নেওয়া জরুরি। না হলে ভোটের দিন বুথে গিয়ে ভোট না দিয়েই ফিরে আসতে হবে। অনলাইনে ভোটার তালিকা নিজের নাম যাচাই করবেন কীভাবে?

স্টেপ ১। 'https://www.nvsp.in/’ ওয়েবসাইটে লগ ইন করুন।
স্টেপ ২। এবার ওয়েব সাইটের বাঁদিকে উপরে সার্চ অপশনে গিয়ে নিজের নাম টাইপ করুন।
স্টেপ ৩। এই ওয়েবসাইটে EPIC নম্বর ব্যবহার করে অথবা নিজের বয়স, জন্মদিন, বিধানসভা কেন্দ্র এর মত তথ্য ব্যবহার করে নিজের নাম ভোটার তালিকা যাচাই করা যাবে। প্রসঙ্গত ভোটার কার্ডে ধাকা নম্বরকে EPIC নম্বর বলা হয়।
স্টেপ ৪। EPIC নম্বর ব্যবহার করে সার্চ করলে আপনার রাজ্যের নাম জানাতে হবে। সাথে ওয়েবসাইটের ক্যাপচা পূরণ করে সার্চ বাটনে ক্লিক করতে হবে।
স্টেপ ৫। আপনার নাম ভোটার তালিকায় উপস্থিত থাকলে তা ওয়েবসাইট এর নিচে দেখতে পাবেন।
স্টেপ ৬। ওয়েবসাইট এর নিচে আপনার নাম না এলে বুঝবেন ভোটার তালিকা আপনার নাম নেই।
স্টেপ ৭। নিজের নাম ওয়েবসাইট এর নিচে দেখা গেলে নিচে 'View Details’ এ ক্লিক করে নাম, বাড়ির ঠিকানা বয়সের মতো তথ্যগুলি মিলিয়ে নিতে পারবেন।
স্টেপ ৮। EPIC নম্বর নিজের কাছে না থাকলে নামের সাথেই বয়স, জন্মদিন, রাজ্য, জেলা ও বিধানসভা কেন্দ্রের নাম উল্লেখ করে ভোটার তালিকা নিজের নাম খুঁজতে পারবেন।
স্টেপ ৯। এ কিভাবে সার্চ অপশনে ক্লিক করার পর আপনার নাম ভোটার তালিকায় থাকলে তা ওয়েবসাইট এর নিচে দেখাবে।
স্টেপ ১০। আরও ভালো ভাবে সার্চ করার জন্য নাগরিক লোকেশন সার্ভিস অন করতে পারেন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470