Just In
স্পোর্টস সু নিয়ে এসেছে শাওমি, বিক্রি শুরু এই সপ্তাহে
স্মার্টফোন বা হেডফোন নয় সম্প্রতি ভারতে স্পোর্টস সু লঞ্চ করে সকলকে চলকে দিয়েছিল শাওমি। শুরুতে কোম্পানির ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মে লঞ্চ হয়েছিল এই জুতো। ৪ এপ্রিল থেকে ভারতে শাওমির স্পোর্টস সু বিক্রি শুরু হবে। একই সাথে একটি ব্লু-টুথ হেডসেট আর একটি চার্জিং কেবেল বিক্রি শুরু করবে চিনের কোম্পানিটি।

ভারতে মি মেন্স স্পোর্টস সু ২ এর দাম ২,৯৯৯ টাকা। কালো, নীল ও ধুসর রঙে পাওয়া যাবে এই হুতো। তবে এই জুতোয় কোন স্মার্ট ফিচার থাকছে না। তবে ব্লুটুথ হেডসেট আর চার্জিং কেবেলের দাম ঘোষণা করেনি শাওমি। কোম্পানি জানিয়েছে শুধুমাত্র Mi.com থেকে এই প্রোডাক্টগুলি পাওয়া যাবে। ৪ এপ্রিল মধ্যরাত থেকে বিক্রি শুরু হবে এই প্রোডাক্টগুলি।
কোম্পানি জানিয়েছে নতুন এই জুতো সম্পূর্ণ শক অ্যাবজর্বেন্ট, স্পিট রেজিস্টেন্ট ও টেকশই। তবে এই জুতোতে কোন স্মার্ট ফিচার থাকছে না। এই জুতোর সোল বিশেষ ভাবে তৈরী করে চিনের কোম্পানিটি। বিশেষ ৫ – ইন – ১ ইউনি মোলীং প্রযুক্তি ব্যবহার করে এই জুতো তৈরী হয়েছে। আরামদায়ক কুশনিং এর জন্য এই জুতোয় থাকছে ১০ ফিশবোন কাঠামো। ওয়াশিং মেশিনে পরিষ্কার করা যাবে শাওমির নতুন স্পোর্টস সু।
স্পোর্টস সু ছাড়াও ভারতে একটি ব্লুটুথ হেডসেট লঞ্চ করেছে শাওমি। নতুন এই হেডসেট IPX4 রেটেড। অর্থাৎ ওয়েটার ও ডাস্ট প্রুফ এই ব্লুটুথ হেডসেটটি। এক চার্জে ৫ ঘন্টা চলবে নতুন ওয়ারলেস হেডসেট। থাকছে Bluetooth 4.1 সাপোর্ট।
একটি ২-ইন-১ চার্জিং কেবেল লঞ্চ করেছে শাওমি। আগে এই কেবেলে এক পাশে USB Type-C আর micro USB পোর্ট থাকছে। আগে এই চার্জিং কেবেলের ১০০ সেমি ভার্সান থাকলেও নতুন কেবেলটি ৩০ সেমি লম্বা। 2.4A পর্যন্ত ফাস্ট চার্জ করা যাবে এই কেবেলে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470