সবাইকে চমকে দিয়ে লিনাক্স অপারেটিং সিস্টেম লঞ্চ করলো মাইক্রোসফট

|

নিজেদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম থাকা সত্ত্বেও লিনাক্স অপারেটিং সিস্টেম লঞ্চ করলো মার্কিন টেক জায়েন্ট মাইক্রোসফট। সম্প্রতি ওপেন সোর্স প্ল্যাটফর্মের দিকে বেশি আগ্রহ দেখাচ্ছে মাইক্রোসফট। এবার ওপেন সোর্স অপারেটিং সিস্টেম লিনাক্স লঞ্চ করে নিজেদের সেই পথে এক ধাপ এগিয়ে গেলি এই মার্কিন টেক কোম্পানি।

সবাইকে চমকে দিয়ে লিনাক্স অপারেটিং সিস্টেম লঞ্চ করলো মাইক্রোসফট

আজুর স্ফিয়ার নামের এই অপারেটিং সিস্টেম তৈরী হয়েছে আইওটি ডিভাইসগুলির সুরক্ষিত রাখতে। তিনটি কম্পোনেন্ট আছে এই অপারেটিং সিস্টেমে। প্রথমটি সার্টিফায়েড মাইক্রোকন্ট্রোলার, দ্বিতীয়টি ক্লাউড বেসড সিকিউরিটি সার্ভিসার তৃতীয়টি আজুর স্ফিয়ার অপারেটিং সিস্টেম যা তৈরী হপ্যেছে লিনাক্স কার্নেল দিয়ে।

IOT ডিভাইসেই জন্য নিজেদের অপারেটিং সিস্টেম থাকা সত্ত্বেও লিনাক্স অপারেটিং সিস্টেম লঞ্চ করার সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকেই। একটি নেটওয়ার্কে অনেকগুলি ডিভাইস কানেক্টেড থাকলে তা হ্যাক করতে সুবিধা হয় হ্যাকারদের। তাই এই ধরনের ডিভাইসে সিকিউরিটি একটি বড় ইস্যু। নতুন এই লিনাক্স কার্নেল সুরক্ষিত করবে যেন এই ধরনের হ্যাকিং না হয়। এছাড়াও সাইজে খুব ছোট তাই আইওটি তৈরী করার কোম্পানিগুলির অপারেটিং সিস্টেম আপডেটে সুবিধা পাবেন।

এই বছরের শেষেই বাজারে চলে আসবে নতুন এই অপারেটিং সিস্টেমের ডিভাইস। চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি মিডিয়াটেক ইতিমধ্যেই জানিয়েছে তারা আজুর স্ফিয়ার সার্টিফায়েড হার্ডোয়ার বানানোর কাজ শুরু করে দিয়েছে। প্রধাণত ইলেক্ট্রিকাল অ্যাপলায়েন্স, গাড়ি, ও ইলেক্ট্রিকাল নেটওয়ার্কে দেখা যাবে এই অপারেটিং সিস্টেম।

জিওফোনের থেকেও কম দামে লঞ্চ হল নতুন ফিচারফোনজিওফোনের থেকেও কম দামে লঞ্চ হল নতুন ফিচারফোন

Best Mobiles in India

Read more about:
English summary
Its name is Azure Sphere, and it is a solution that has three components to guarantee the security and protection of your IoT devices. The first of these are certified microcontrollers for Azure Sphere, the second is a cloud-based security service called Azure Sphere Security, and finally, we have the Azure Sphere operating system based on the Linux kernel. For a few years, Microsoft, with Satya Nadella at the helm, has realized that Linux is not the enemy and that it can coexist perfectly with it, in addition to being able to use it. Microsoft has been collaborating Canonical for a year to launch an Ubuntu kernel designed specifically for the Azure cloud service, and today is a step in demonstrating that Linux can be very useful to the company.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X