কবে লঞ্চ হবে উইন্ডোজ ১০ এর নতুন আপডেট?

|

ডেক্সটপ পিসিতে এখন সবথেকে জনপ্রিয় অপারেটিং সিস্টেম অবশ্যই উইন্ডোজ ১০। প্রায় সবার পিসি ডেক্সটপ বা ল্যাপটপেই এখন প্রি-ইন্সটলড থাকে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এবার উইন্ডোজ ১০ এর নতুন আপডেট আনতে চলেছে মাইক্রোসফট। আগামী ৩০ এপ্রিল থেকে ডাউনলোড করা যাবে এই আপডেট। ৮ মে থেকে উইন্ডোজ ১০ এর পিসি উইজাররা পাবেন নতুন এই আপডেট।

কবে লঞ্চ হবে উইন্ডোজ ১০ এর নতুন আপডেট?

নতুন এই আপডেটের নাম উইন্ডোজ ১০ স্প্রিং ক্রিয়েটার আপডেট। এই আপডেটে থাকবে টাইম্লাইন ফিচার। যার মাধ্যমে পুরনো ফাইল খুঁজে পেতে ৩০ দিন পর্যন্ত পিছিয়ে যেতে পারবেন উইজার। মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে নতুন এই আপডেটের ফিলে নিজেদের অ্যানড্রয়েড বা iOS থেকে মাইক্রোসফট এজ ও অফিস ৩৬০ তে উইজাররা কি করছিলেন তা খুঁজে পাবেন উইন্ডোজ ১০ পিসি থেকে।

এছাড়াও ফোকাস অ্যাসিস্ট ফিচারের মাধ্যমে কোন ডিসট্রাকশান ছাড়াই সোশাল মিডিয়া ও অন্যান্য ফিচারের নোটিফিকেশান আনবে নতুন এই আপডেটে।

এছাড়াও নতুন ডিকটেশান ফিচারের মাধ্যমে কাগজে নিখে বা মুখে বলে নোট নেওওা খুব সহজ হয়ে যাবে এই আপডেটে। আগে কখনো এতো ভালো ডিকটেশান ফিচার ছিল না মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমে।

এপ্রিলের নতুন এই আপডেটে মাইক্রোসফট এজ ব্রাউজারে নতুন ফিচার যোগ হবে। নতুন এই ফিচারগুলির মধ্যে রয়েছে যে কোন একটি ট্যাব মিউট করা, ফুল স্ক্রিন রিডিং, ক্লাটার ক্রি প্রিন্টিং, আপডেটেড গ্রামার টুল, ওয়েব ফর্মে অটোফিল অপশান ইত্যাদি।

নতুন ওয়ার্কপ্লেসে আইটি ম্যানেজমেন্ট কে সরল করার জন্য নতুন ফিচার যোগ হয়েছে মাইক্রোসফট ৩৬৫ এ। এর মধ্যে কিছু আপডেট হল ফার্স্ট লাইন ওয়ার্কার্স, স্ট্রিমলাইন ডিভাইস ম্যানেজমেন্ট উইথ লোয়ার কস্ট, ইন্টিগ্রাটেড অ্যাডমিনিস্ট্রেশান এক্সপেরিয়েন্স ও বিল্ট ইন কম্পায়েন্স।

এই সব ফিচারেই কাজের যায়গাতে উইন্ডোজ ১০ ব্যাবহার আরও সহজ হয়ে যাবে আইটি ইঞ্জিনিয়ারদের জন্য। এছাড়াও কর্পোরেট অ্যাসেট সুরক্ষিত রাখতে কাজে লাগবে নতুন এই ফিচারগুলি।

সম্প্রতি অফিস ও ক্লাউড সলিউশানে ভালো ব্যাবসা করছে মাইক্রোসফট। ২০১৮ সালের প্রথম কোয়ার্টারে অফিস ও ক্লাউড সার্ভিস থেকে প্রায় ১.৭৯ লক্ষ কোটি টাকার ব্যাবসা করেছে এই মার্কিন টেক জায়েন্ট।

প্রোফাইল পিকচার এবার অ্যানিমেশনে আনতে চাইছে গুগলপ্রোফাইল পিকচার এবার অ্যানিমেশনে আনতে চাইছে গুগল

Best Mobiles in India

Read more about:
English summary
Microsoft to release update for Windows 10 soon

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X