Just In
লরি আটকে কোটি টাকার স্মার্টফোন লুটে নিল ডাকাতরা
আর দশটা লরির মতোই জাতীয় সড়ক থেকে চলছিল একটি লরি। লরির ভিতরে ছিল এক কোটি টাকা মূল্যের শাওমি স্মার্টফোন। ডাকাতরা মাঝ রাস্তায় সেই লরি থামিয়ে স্মার্ট ফোন লুট করে চম্পট দিয়েছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার দাগাদারর্থি গ্রামে।

তামিলনাড়ুর শ্রী সিটি কারখানা থেকে কলকাতায় আসছিল এই স্মার্টফোনগুলি। রাস্তার পাশে ড্রাইভারদের বিশ্রাম এর জায়গায় লরি পার্ক করে রাখার সময় এই ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ সূত্রে এই কথা জানা গিয়েছে।
ডাকাতের দলে ছিল চারজন। তারা শুরুতেই ড্রাইভারকে মারধর করে পাশে একটি গাছের সাথে বেঁধে রাখেন। এরপর ডাকাতরা সেই লরি চালিয়ে দূরে চলে যান। গৌরাভরম গ্রামের আশেপাশে দাঁড়িয়ে অন্য একটি লরিতে এক কোটি টাকার স্মার্টফোন সরিয়ে নেয় ডাকাতরা। প্রত্যক্ষদর্শীরা এই কথা জানিয়েছেন। এরপর স্থানীয় গ্রামের লোকজন ড্রাইভারকে গাছের সাথে বাঁধা অবস্থায় উদ্ধার করেন। সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হয়। যে ট্রাকে করে ডাকাতরা এক কোটি টাকা অন্যের মোবাইল ফোন হাতিয়ে নিয়েছেন সেই ট্রাক খুঁজে পাওয়ার জন্য তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পরে গৌরাভরম গ্রামের পাশে থাকার ট্রাকটি খুঁজে পাওয়া যায়। পুলিশ জানিয়েছে রীতিমতো পরিকল্পনা করে এই ডাকাতি হয়েছে। পুলিশের অনুমান কোম্পানির কিছু ব্যক্তি এই ডাকাতির সাথে জড়িত। ডাকাতি হওয়া স্মার্টফোন গুলির দাম ৬,০০০ টাকা থেকে ১৪,০০০ টাকার মধ্যে। ইতিমধ্যেই ডাকাতির মামলা রুজু করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।
লরিতে থাকা সব স্মার্টফোন শাওমির। এই ডাকাতির বিষয়ে কোন মন্তব্য করেনি চিনের কোম্পানিটি। তবে এই ঘটনায় পূর্ব ভারতে কোম্পানির স্মার্টফোন ডেলিভারিতে দেরি হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470