Just In
- 15 hrs ago
প্রজাতন্ত্র দিবসে ধামাকা সেল নিয়ে এল ফ্লিপকার্ট, স্মার্টফোনের সেরা অফারগুলি দেখে নিন
- 3 days ago
২০২১ সালে ভারতের টেলিকম জগতে কী কী পরিবর্তন আসতে পারে?
- 5 days ago
সিগন্যালে পাবেন না হোয়াটসঅ্যাপের এই ৯টি ফিচার
- 6 days ago
হোয়াটসঅ্যাপ ছেড়ে সিগন্যাল ব্যবহার শুরু করছেন? এই পাঁচটা জিনিস না জানলেই নয়
Don't Miss
২৪ সেপ্টেম্বর ভারতে আসবে Motorola One Power
কয়েকদিন আগেই বিশ্ব বাজাআরে এসেছিল Motorola One Power ফোনটি। Android One প্রোজেক্টের অধীন্নে লঞ্চ হয়েছে এই ফোন। ফলে এই ফোওনে চলবে স্টক অপারেটিং সিস্টেম। এছাড়াও জলদি লেটেস্ট অ্যানড্রয়েড আপডেট পৌঁছে যাবে এই ফোনে। Motorola One Power ফোনের ভিতরে থাকবে Snapdragon 636 চিপসেট। সম্প্রতি ভারতে Moto G6 Plus ফোনটি লঞ্চ করেছিল কোম্পানি। যা এই বছরে মোওটোওরোওলার লঞ্চ করা সবথেকে দামী স্মার্টফোন।
আগামী ২৪ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে Motorola One Power। সম্প্রতি কোম্পানির টুইটার হ্যান্ডেলে এই কথা জানানো হয়েছে। একটি ইডিও পোস্ট করে মোটোরোলা জানিয়েছে ২৪ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে লেটেস্ট Android One স্মার্টফোন।
কত দাম?
লঞ্চের সময় কোম্পানি জানিয়েছিল ভারতে অক্টোবর মাসে লঞ্চ হবে Motorola One Power। স্মার্টফোনের স্পেসিফিকেশান দেখে মনে হচ্ছে ২০,০০০ টাকার কাছাকাছি দামে ভারতে আসবে এই ফোন। এই দামে Asus ZenFone Max Pro M1 আর Redmi Note 5 Pro এর সামনে কড়া প্রতিযোগিতার মুখোমুখি হবে এই ফোন। প্রসঙ্গত এই তিনটি ফোনেই একই চিপসেট ব্যবহার হয়েছে।
Motorola One Power স্পেসিফিকেশান
Motorola One Power এ থাকবে একটি 6.2 ইঞ্চি ম্যাক্স ভিশান FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Motorola One Power এ থাকবে ১৬ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকবে একটি ১২ মেগাপিক্সেল সেলফি শুটার।
কানেক্টিভিটির জন্য Motorola One Power তে থাকবে Wi-Fi 802.11 a/b/g/n/ac dual-band, Bluetooth 5.0 Low Energy, GPS সাথে A-GPS, GLONASS, BeiDou, USB Type-C আর 4G VoLTE। Motorola One Power এর ভিতরে একটি অপেক্ষাকৃত বড় 4850 mAh ব্যাটারি থাকবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190