Just In
এয়ার পিউরিফায়ার সম্পর্কে এই ভুল ধারনাগুলি বদল হওয়া প্রয়োজন
দেশের সব শহরেই দূষণের পরিমাণ দিন দিন বাড়ছে। এরই সাথে বাড়ছে এয়ার পিউরিফায়ারের চাহিদা। কয়েক বছর আগেও এই প্রোডাক্টের নাম খুব বেশি মানুষ জানতেন না। আজ বেশিরভাগ শহরেই ঘরে ঘরে এয়ার পিউরিফায়ার দেখা যায়। তবে এয়ার পিউরিফায়ার সম্পর্কে ভারতীয়দের মধ্যে একাধিক ভুল ধারনা রয়েছে। সেগুলি বদল হওয়া প্রয়োজন।

১। ঘরের ভিতরে এয়ার পিউরিফায়ার লাগানোর মানে হয় না
বাইরে বাতাসে দূষণ থাকলেও ঘরে এয়ার পিউরিফায়ার চললে ঘরের বাতাস পরিশুদ্ধ রাখতে সাহায্য করে এয়ার পিউরিফায়ার। ঘরের বাইরে যতটা দূষণ থাকে ঘরের ভিতরের বাতাসেও একই পরিমাণ দূষণ থাকে। এয়ার পিউরিফায়ার ব্যবহার করলে সেই দূষণের হাত থেকে রেহাই মেলে।
২। দরজা, জানালা খোলা থাকলে এয়ার পিউরিফায়ার কাজ করে না
এটা বাইরে বাতাসে দূষণের পরিমাণের উপরে নির্ভর করে। বাইরে বাতাসে দূষণের পরিমাণ খুব বেশি থাকলে দরজা, জানালা বন্ধ রেখে এয়ার পিউরিফায়ার চালালে ভালো ফল পাওয়া যাবে। যদিও ঘরে রান্না হলে, ধুলো থাকলে অথবা সিগারেটের ধোঁয়া থাকলে জানালা, দরজা খোলা থাকলে এয়ার পিউরিফায়ার বেশি ভালো কাজ করবে।
৩। যে এয়ার পিউরিফায়ার গন্ধ দুর করতে পারে সেটাই ভালো
এই কথায় একদম ঠিক নয়। ফিল্টারে অ্যাক্টিভেটেড কার্বন থাকলে কিছুটা গন্ধ দূর হয়। অন্যথায় এয়ার পিউরিফায়ার গন্ধ দূর করে না।
৪। এয়ার পিউরিফায়ারের পাশে থাকলে বেশি উপকার পাওয়া যায়
এটাও একটা ভুল তথ্য। প্রত্যেক এয়ার পিউরিফায়ারের ক্লিন এয়ার ডেলিভারি রেট থাকে। যা ঘরের আয়তন দেখে মাপতে হয়। সঠিক এয়ার পিউরিফায়ার কিনলে ঘরের প্রত্যেক কোনায় একই পরিমাণ বিশুদ্ধ বাতাস পাবেন।
৫। এসি ঘরে এয়ার পিউরিফায়ারের প্রয়োজন নেই
এটাও একটা ভুল ধারনা। এসি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। দূষণ দূরে রাখতে এসির কোন ভূমিকা নেই।
৬। ফ্যান বন্ধ রাখলে এয়ার পিউরিফায়ার ভালো কাজ করে
ফ্যান অন থাকলে ঘরের বাতাসের দূষণ কমাতে বেশি সময় নেয় এয়ার পিউরিফায়ার। যদিও ফ্যান চললে এয়ার পিউরিফায়ার কাজ করে না এই তথ্য ভুল। তবে বেশি সময় লাগে।
৭। সবই এক, দামী এয়ার পিউরিফায়ার কেনার মানে হয় না
এটা সম্পূর্ণ ভুল তথ্য। এয়ার পিউরিফায়ারের দাম বাড়লে ক্ষমতা বাড়ে। এর ফলে জলদি দূষণ মুক্ত হয় ঘরের বাতাস। এছাড়াও পিউরিফায়ার ও ফিল্টারের গুণমানে পার্থক্য হয়। কিছু দামি এয়ার পিউরিফায়ার ঘরের ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470