Just In
Don't Miss
প্যান ও আধার কার্ডে নতুন নিয়ম, বাজেটের এই পাঁচটি ঘোষনা দেখে নিন
২০১৯ সাধারন বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আয়করের নিয়ম ঢেলে সাজিয়েছেন। অর্থমন্ত্রী জানিয়েছেন শিঘ্রই প্যান ও আধার কার্ড একে অপরের সাথে বদল করা যাবে। অর্থাৎ আয়কর জমা দেওয়ার সময় প্যান অথবা আধার কার্ড সাথে থাকলেই হবে। এখন আয়কর জমা দেওয়ার জন্য প্যান ও আধার কার্ড দুই থাকাই বাধ্যতামুলক।
১। “আয়কর দাতাদের কর দেওয়ার সুবিধার্থে, আমি প্যান ও আধার কার্ড একে অপরের সাথে বদল করার প্রস্তাব জানাচ্ছি। যাঁদের প্যান কার্ড নেই শুধুমাত্র আধার নম্বর ব্যবহার করে আয়কর জমা দিতে পারবেন।” বাজেট ভাষণে বলেন অর্থমন্ত্রী।
২। নতুন আইনে আধার তথ্যের উপরে নির্ভর করে আয়কর দপ্তর সেই ব্যাক্তিকে একটি প্যান নম্বর দেবেন।
৩। ইতিমধ্যেই আধারের সাথে প্যান লিঙ্ক করা থাকলে শুধুমাত্র আধারের মাধ্যমে আয়কর জমা দেওয়া যাবে।
৪। এছাড়াও একসাথে অনেক টাকা লেনদেনে প্যান অথবা আধার বাধ্যতামুলক করেছে।
৫। আধারের সাথে প্যান যুক্ত না থাকলে তা অবৈধ বলে ঘোষনা করছে আয়কর দপ্তর। এই সমস্যা সমাধানে একয়ে এসেছে অর্থ মন্ত্রক।
গত সপ্তাহে সংসদে ২০১৯ সালের সাধারন বাজেট পেশ করেছিলেন ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সংসদে বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী। শিঘ্রই ভারত ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন নির্মলা। এছাড়াও দেশের আয়কর ব্যবস্থা ঢেলে সাজিয়েছেন তিনি। যদিও জ্বানালীর উপরে অতিরিক্ত শুল্ক চাপিয়ে মধ্যবিত্তের কপালে ভাঁজ ফেলেছেন অর্থমন্ত্রী।
ইতিমধ্যেই এই বাজেটের সমালোচনা করেছে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলহুলি। তবে নির্মলা সীতারামনের প্রথম সাধারন বাজেট দেশকে কোন দিকে নিয়ে যায় তা জানার জন্য এখনও অনেকটা অপেক্ষা করতে হবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190