Just In
ঘুরতে ভালোবাসেন? গুগল ম্যাপসের দুর্দান্ত এই ফিচার দেখে নিন
ভ্রমণের অভিজ্ঞতা আরও সহজ করতে গুগল ম্যাপসে দুর্দান্ত ফিচার যোগ হয়েছে। এতদিন গুগল লেন্সের মাধ্যমে বিভিন্ন রেস্তোরাঁর বাইরে দাঁড়িয়ে মেনু দেখে নেওয়া যেত। ২০১৮ সালের ডেভেলপার কনফারেন্সে এই ফিচার নিয়ে এসেছিল গুগল। এবার গুগল ম্যাপসের সঙ্গে গুগল লেন্সকে যুক্ত করল মার্কিন কোম্পানিটি।

সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে গুগল ম্যাপস ইন্টারফেসে নতুন 'এক্সপ্লোর ডিশেস’ অপশন যোগ হয়েছে। এই ফিচার ব্যবহার করে কোন রেস্তোরাঁর সবথেকে জনপ্রিয় মেনুর হদিস পাওয়া যাবে। দেখে নেওয়া যাবে সেই খাবারের ছবি।
রেস্তোরাঁর কোন সাহায্য ছাড়াই এই ফিচার ব্যবহার করা যাবে। গুগল ডেটাবেস থেকে এই খাবারের ছবি দেখানো হবে।
অন্যদিকে ফেব্রুয়ারিতে মোবাইল রিজার্জের সুবিধা নিয়ে এসেছিল গুগল। গুগল সার্চ থেকেই প্রিপেড মোবাইল রিচার্জ করা যাবে। শুধুমাত্র ভারতের গ্রাহকদের জন্য এই সুবিধা নিয়ে এসেছে মার্কিন কোম্পানিটি। গুগল সার্চ থেকে জিও, ভোডাফোন-আইডিয়া, এয়ারটেল ও বিএসএনএল প্রিপেড নম্বর রিচার্জ করা যাবে।
এছাড়াও অ্যা নড্রয়েড গ্রাহকদের জন্য সম্প্রতি গুগল অ্যাসিস্ট্যান্টে দুর্দান্ত এক ফিচার যোগ হয়েছে। নতুন ফিচারে আপনাকে গোটা ওয়েবসাইট পড়ে শোনাবে গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট। স্মার্টফোন ব্রাউজারে যে কোন ওয়েবসাইট ওয়েন করে গুগল অ্যাসিস্ট্যান্টকে পড়ে শোনানোর অনুরোধ করলেই সেই ওয়েবসাইট পড়ে শোনানো হবে। আপাতত শুধুমাত্র অ্যানড্রয়েড ফোনে এই ফিচার কাজ করবে।
সম্প্রতি এক ব্লগ পোস্টে নতুন ফিচারের কথা জানিয়েছে গুগল। নতুন ফিচারে ওয়েবসাইটের লেখা পড়ে শোনানো হবে। ওয়েবসাইটের লেখা পড়ার গতি নিয়ন্ত্রণ করা যাবে।
ইংরাজি ছাড়াও বাংলা ও অন্যান্য ভাষার ওয়েবসাইটও পড়ে শোনাতে পারবে গুগল অ্যাসিস্ট্যান্ট। গুগল জানিয়েছে ওয়েবসাইট পড়ে শোনানোর সময় রোবটের পরিবর্তে মানুষের মতো কণ্ঠস্বর অনুভব করবেন গ্রাহকরা।
গুগল জানিয়েছে আপাতত ৪২ টি ভাষা পড়ে শোনাতে পারবে গুগল অ্যাসিস্ট্যান্ট। ট্রান্সলেশন থেকে চাইলে নিজের ভাষায় যে কোন ওয়েবসাইট শোনা যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086