Just In
অবিশ্বাস্য দামে এক বছর ভ্যালিডিটি দিচ্ছে জিওফোন
বিগত কয়েক বছরে ফিচার ফোন বাজারে ঝড় তুলেছে জিওফোন। ২জি ফোনের বাজার ধরতে এই ৪জি ফিচার ফোন নিয়ে এসেছিল রিলায়েন্স জিও। সম্প্রতি জিওফোন গ্রাহকদের জন্য দুর্দান্ত এক অফার নিয়ে এসেছে মুকেশ আম্বানির কোম্পানি। নতুন ও পুরনো জিওফোন গ্রাহকরা এই অফারের সুবিধা পাবেন। সম্প্রতি এক বিবৃতিতে রিলায়েন্স জিও জানিয়েছে গোটা দেশে ১০ কোটির বেশি গ্রাহক জিওফোন ব্যবহার করেন।

আর সেই সংখ্যাকে আরও বাড়াতে হাজির হল 'জিওফোন ২০২১' অফার। এই অফারে ১২ মাস জিওফোন ব্যবহার করতে মাত্র ৭৪৯ টাকা খরচ হবে। এছাড়াও ১,৯৯৯ টাকা অথবা ১,৪৯৯ টাকার বিনিময়ে দুই বছর পর্যন্ত জিওফোন ব্যবহার করা যাবে। কোম্পানির দাবি এই অফারে ২জি মুক্ত ভারতের দিকে এরও এক কদম এগিয়ে যাবে দেশ।
নতুন ও পুরনো গ্রাহকরা জিওফোন ২০২১ অফারের সুযোগ পাবেন
জিওর বক্তব্য সব অপারেটররা ফিচার ফোন গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত দাম দেন। ফিচার ফোন গ্রাহকদের প্রতি মিনিটে কল করতে প্রায় ১.৫০ টাকা খরচ হয়। অন্যদিকে স্মার্টফোন গ্রাহকরা বিনামূল্যে আনলিমিটেড ভয়েস কল করতে পারেন। এছাড়াও এয়ারটেল ও ভি প্রতি মাসে ফিচার ফোন গ্রাহকদের অন্তত ৪০ টাকা থেকে ৫০ টাকা রিচার্জ করাতে বাধ্য করেন।
গ্রাহককে এই সমস্যা থেকে মুক্তি দিতে এসে গিয়েছে জিওফোন ২০২১ অফার। এই অফারে ১,৯৯৯ টাকা খরচ করে আনলিমিটেড কল করা যাবে। থাকছে প্রতি মাসে ২জিবি হাই স্পিড ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৪ মাস, অর্থাৎ দুই বছর।
অন্যদিকে ১,৪৯৯ টাকা প্ল্যানেও আনলিমিটেড কল করা যাবে। থাকছে প্রতি মাসে ২জিবি ডেটা ও আনলিমিটেড কল। এই প্ল্যানের ভ্যালিডিটি ১২ মাস।
একই প্ল্যান পুরনো গ্রাহকদের ৭৪৯ টাকায় দিচ্ছে জিও। ১২ মাসের ভ্যালিডিটি পাওয়া যাবে। ১ মার্চ থেকে গোটা দেশে এই অফার শুরু করেছে রিলায়েন্স জিও।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470