Just In
হোয়াটসঅ্যাপের এই ফিচারগুলো ব্যবহার করেছেন?
মেসেজিংয়ে গোটা বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে খুব জনপ্রিয় এই অ্যাপ। গ্রুপ চ্যাট থেকে ভিডিও কনফারেন্সিং, হোয়াটসঅ্যাপের বিভিন্ন ফিচার রোজই আমাদের জীবনকে সহজ করে দেয়। নিয়মিত একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ। এর মধ্যে সব ফিচার নিয়মিত ব্যবহার হয় না। দেখে নিন এমনই পাঁচটা ফিচার।

১। ডার্ক মোড: প্রায় এক বছরের বেশি সময় হোয়াটসঅ্যাপে ডার্ক মোডের খবর সামনে আসছে। অবশেষে অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকদের জন্য হোয়াটসঅ্যাপে ডার্ক মোড হাজির হয়েছে। এমনকি হোয়াটসঅ্যাপ বিজনেস গ্রাহকরাও ডার্ক মোড ব্যবহার করতে পারবেন।
২। হোয়াটসঅ্যাপ পে: আপাতত ভারতের বিটা গ্রাহকরা হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করতে পারেন। ইতিমধ্যেই দশ লক্ষের বেশি বিটা টেস্টার এই ফিচার ব্যবহার করছেন। যদিও স্টেবল ভার্সান থেকে এখনও পেমেন্ট করা যাচ্ছে না। আগামী কয়েক মাসের মধ্যেই স্টেবল ভার্সানেও এই ফিচার চলে আসতে পারে।
৩। ফিঙ্গারপ্রিন্ট লক: চাইলে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হোয়াটসঅ্যাপ সুরক্ষিত রাখা যাবে। শুরুতে আইওএস গ্রাহকদের জন্য এই ফিচার এলেও এখন অ্যানড্রয়েড গ্রাহকরাও হোয়াটসঅ্যাপে বায়োমেন্ট্রিক অথেনটিকেশন ব্যবহার করতে পারেন।
৪। টাইপরাইটার ফন্ট: অনেকেই হোয়াটসঅ্যাপে বোল্ড, ইটালিক ও স্ট্রাইক ফন্ট ব্যবহার করেন। এছাড়াও হোয়াটসঅ্যাপে টাইপরাইটার ফন্ট ব্যবহার করা যায়। এই জন্য আপনার মেসেজ লিখে পোস্ট করে দিন।
৫। গুরুত্বপূর্ণ চ্যাটে পিন: চাইলে গুরুত্বপূর্ণ চ্যাটে পিন করা সম্ভব। কোন চ্যাটে পিন করলে সেই চ্যাট সব সময় উপরে থাকবে। এই জন্য চ্যাট খুঁতে নীচে স্ক্রল করতে হবে না। অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকরা চ্যাট পিন ফিচার ব্যবহার করতে পারেন। এই ফিচার ব্যবহার করলে গুরুত্বপূর্ণ চ্যাট খুঁজতে হয়রানি কমবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470