Just In
Don't Miss
দুটি নতুন ফুল ফ্রেম মিররলেস ক্যামেরা লঞ্চ করল Nikon
ভারতে ফুল ফ্রেম মিররলেস ক্যামেরার ক্যাটালগে দুটি নতুন ক্যামেরা যোগ করল Nikon। নতুন এই দুটি ক্যামেরা হল Nikon Z6 আর Nikon Z7। গত মাসে এই দুই ক্যামেরা বিশ্ব বাজারে লঞ্চ করা হয়েছিল। এবার হারতে হাজির হল জাপানী কোম্পানির ফুল ফ্রেম মিররলেস ক্যামেরা। ভারতে এই দুই ক্যামেরার দাম শুরু হচ্ছে ১,৬৯,৯৫০ টাকা থেকে।
Nikon Z6 এর শুধুমাত্র বডির দাম ১,৬৯,৯৫০ টাকা। Nikon Z7 এর শুধু বডিওর দাম ২,৬৯,৯৫০ টাকা। এর সাথে ৪৫,০০০ টাকা অতিরিক্ত দিয়ে ২৪মিমি-৭০মিমি লেন্স সহ এই দুই ক্যামেরা কেনা যাবে। Z7 মাউন্ট অ্যাডাপটার সহ Nikon Z7 এর দাম ২,৮১,৯৫০ টাকা। আর Z6 অ্যাডাপটার সহ Nikon Z6 এর দাম ১,৮১,৯৫০ টাকা। Z7 মাউন্ট অ্যাডাপটার ও ২৪-৭০ মিমি লেন্স সহ Nikon Z7 এর দাম ৩,২৬,৯৫০ টাকা। আর Z6 অয়াডাপটার ও ২৪-৭০ মিমি লেন্স সহ Nikon Z6 এর দাম ৩,২৬,৯৫০ টাকা।
নতুন এই দুটি ক্যামেরার সাথেই নতুন S সিরিজ লেন্স লঞ্চ করেছে কোম্পানি। আপাতত এই সিরিজে তিনটি নতুন লেন্স লঞ্চ হয়েছে। ২৪-৭০ মিমি লেন্সের দাম ৭৮,৪৫০ টাকা। নতুন ৩৫ মিমি f/1.8 লেন্সের দাম ৬৬,৯৫০ টাকা। এছাড়াও লঞ্চ হয়েছে একটি ৫০ মিমি f/1.8 লেন্স। এই লেন্সের দাম ৫০,৯৫০ টাকা। এর সাথেই একটি FTZ মাউন্ট লঞ্চ হয়েছে। এর ফলে আগের F লাইন লেন্সগুলিকে S লাইন লেন্স হিসাবে ব্যবহার করা যাবে। নতুন এই অ্যাডাপটারের দাম 19,950 টাকা।
এই দুটি ক্যামেরা দেখতে প্রায় একই রকম। Nikon Z7 এ রয়েছে একটি ৪৫.৭ মেগাপিক্সেল সেন্সার। এই ক্যামেরার সর্বোওচ্চ ISO ২,৫৬,০০০। অন্যদিকে Nikon Z6 ক্যামেরায় রয়েছে একটি ২৪.৫ মেগাপিক্সেল সেন্সার। এই ক্যামেরার সর্বোচ্চ ISO ৫১,২০০।
এই দুই ক্যামেরায় অনেক ফিচার একে অপরের সাথে মিলে যায়। দুটি ক্যামেরাতেই রয়েছে সাইলেন্ট শুটিং অপশান। ভাইব্রেশান রিডিউস টেকনোলজি সহ এই দুটি ক্যামেরাতে থাকবে ইন ক্যামেরা স্টেবিলাইজেশান সিস্টেম।
Nikon Z6 আর Z7 এ রয়েছে OLED ভিউ ফাইন্ডার। এটি একটি ৩.২ ইঞ্চি টচস্ক্রিন ডিসপ্লে। এই দুটি ক্যামেরাতেই 30P 4K ভিডিও আর 120p Full HD ভিডিও রেকর্ড করা সম্ভব।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190