Just In
Don't Miss
পাঁচটি ক্যামেরার এই স্মার্টফোন বিশাল ছাড় দিচ্ছে নোকিয়া
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল পাঁচ ক্যামেরার স্মার্টফোন নোকিয়া ৯ পিওরভিউ। এই ফোনের পিছনে রয়েছে পাঁচটি ক্যামেরা। ইতিমধ্যেই এই ফোনে বিশাল ছাড় দিতে শুরু করেছে অ্যামাজন। অনলাইন পোর্টাল থেকে এই ফোন কিনলে ২,২৯৯ টাকা ছাড় মিলবে। গত মাসে ভারতে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। লঞ্চের পরে অনলাইন ও অফলাইনে ৪৯,৯৯৯ টাকায় এই ফোন বিক্রি শুরু হয়েছিল। দাম কমে এবার ৪৭,৭০০ টাকায় অ্যামাজন থেকে পাওয়া যাচ্ছে নোকিয়া ৯ পিওরভিউ।
তবে কোম্পানি নয়, অ্যামাজনের তরফ থেকে এই ফোনের দাম কমানো হয়েছে। তাই অফলাইন রিটেল স্টোরে পুরনো দামেই এই ফোন বিক্রি হচ্ছে। অ্যামাজন থেকে নোকিয়া ৯ পিওরভিউ ফোনে ২,২৯৯ টাকা ছাড়ের সাথেই পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জে থাকছে অরিরিক্ত ৬,০০০ টাকা ছাড়। থাকছে নো কস্ট ইএমআই। এইচডিএফসি ডেবিট কার্ড ব্যবহার করে এই ফোন কিনলে অতিরিক্ত ৫ শতাংশ ছাড় পাওয়া যায়।
নোকিয়া ৯ পিওরভিউ ফিচার্স ও স্পেসিফিকেশন
নোকিয়া ৯ পিওরভিউ ফোনের প্রধান আকর্ষন ফোনের পিছনের পাঁচটি ক্যামেরা। এই ফোনে থাকছে পাঁচটি ১২ মেগাপিক্সেল সেন্সর। এর মধ্যে তিনটি মনোক্রোম সেন্সর আর দুটি আরজিবি সেন্সর। দুর্দান্ত ছবি তোলার জন্য এই পাঁচটি ক্যামেরায় এক সাথে ছবি উঠবে। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে একটি ছবির ১,২০০ টি স্তর তৈরী হবে।এছাড়াও এইচডিআর এবং পোট্রেট মোডে ছবি তোলা যাবে।
নোকিয়া ৯ পিওরভিউ ফোনে রয়েছে ৫.৯৯ ইঞ্চি পিওলেড কোয়াড এইচ ডি প্লাস ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট, ৬ জিবি র্যাম, ১২৮ জিবি স্টোরেজ আর ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
এই ফোনে থাকছে আইপি৬৭ কোটিং। যা নোকিয়া ৯ পিওরভিউ কে ধুলো ও জলের হাত থেকে বাঁচাবে। ফোনের ভিতরে রয়েছে ৩,৩২০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190