নতুন ওমেন গেমিং নোটবুক লঞ্চ করল এইচপি

By Sabyasachi Chakraborty
|

দেশে গেমিং নোটবুকের মার্কেটে নিজেদের শেয়ার বাড়াতে নতুন ওমেনের নোটবুক বাজারে আনছে এইচপি।

নতুন ওমেন গেমিং নোটবুক লঞ্চ করল এইচপি

ওমেন ১৫ এবং ওমেন ১৭, এই দুটি নতুন মডেল বাজারে আনা হয়েছে। NVIDIA-র ১- সিরিজ জিটিএক্স গ্রাফিক্স রয়েছে এতে। হাই রেজোলিউশন ডিসপ্লে সঙ্গে অপশনাল জি সিঙ্ক প্রযুক্তি। এছাড়াও র‌্যাম এবং স্টোরেজ আপগ্রেড করার জন্য থাকছে সিঙ্গল অ্যাকসেস সার্ভিস প্যানেলও।

এইচপি আইএনসি ইন্ডিয়ার কনজিউমার পার্সোনাল সিস্টেমসের হেড অনুরাগ আরোরা জানান, এইচপি-র ওমেন পিসি গেমিং ব্র্যান্ডের মধ্যে বেশ উল্লেখযোগ্য নাম। গেমার্সরা সবসময় চান ইনোভেটিভ, শক্তিশালী আর কুল প্রোডাক্ট। ওমেন সে সব কটাই দিচ্ছে। ডিজাইন, ফ্যাক্টর, ইঞ্জিনিয়ারিং বা পারফরম্যান্স, ওমেন দুর্দান্ত। উঁচু লেভেলে দিয়ে কম্পিটিশন হচ্ছে বলে দাবি অনুরাগ আরোরার।

ম্যাসিভ মাল্টিপ্লেয়ার গেমিং-এর জন্য নতুন এই সিরিজে রয়েছে 7th-gen Intel Core Quad Core CPUs। মাল্টিটাস্কিং করা যাবে এতে। প্রত্যেকটা গেমের এফপিএস ম্যাক্সিমাইজ করার চেষ্টা হয়েছে।

ওমেন ল্যাপটপ ঠাণ্ডা রাখার জন্য শক্তিশালী ডুয়াল ফ্যান রয়েছে। multi-fan/multi-heat pipe/multi-exhaust থার্মাল সলিউশন মিলছে। অনেক্ষণ ধরে গেম খেললেও চাপ নেই। রয়েছে dragon-red backlit keyboard সঙ্গে তিনটি backlight options।

দিল্লি ধোঁয়াশা: দূষণের মাত্রা পরীক্ষার সেরা অ্যাপসদিল্লি ধোঁয়াশা: দূষণের মাত্রা পরীক্ষার সেরা অ্যাপস

রয়েছে red accented WASD keys এবং সহজে চেনার জন্য white backlight। এছাড়াও 26-key rollover anti-ghosting function এবং সবকটি আলাদা করা রয়েছে। ভুল করে আঙুল যাতে না পড়ে যায়, সেজন্য ফুল সাইজের arrow keys থাকছে। HP "Audio Boost" technology সাউন্ড বাড়ানোর জন্য।

এছাড়াও 4K display1 option high-resolution content playback-এর জন্য এবং 120Hz 1080p display option রয়েছে fast refresh-rates2-এর জন্য, সঙ্গে NVIDIA G-Sync options।

Best Mobiles in India

Read more about:
English summary
It comes with 4K display1 option for high-resolution content playback, or a 120Hz 1080p display option for fast refresh-rates2 with NVIDIA G-Sync™ options

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X