Just In
ওয়ানপ্লাস ১০ প্রো এর সঙ্গে ৭২০০ টাকা অতিরিক্ত সুবিধা দিচ্ছে রিলায়েন্স জিও
ওয়ানপ্লাস ১০ প্রো কিনলে ৭২০০ টাকার অতিরিক্ত সুবিধা দিচ্ছে রিলায়েন্স জিও। ৩১ মার্চ এই ফোন বাজারে এসেছিল। ওয়ানপ্লাসের লেটেস্ট ফ্ল্যাগশিপ কিনলে জিও গ্রাহকরা কী কী সুবিধা পাবেন তা ইতিমধ্যেই কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তবে একটি মাত্র ভাউচারের মাধ্যমে ৭২০০ টাকা ক্যাশব্যাক দেওয়া হবে না। কিন্তু কীভাবে এই ক্যাশব্যাক পাবেন? জানুন:

ওয়ানপ্লাস ১০ প্রো এর সঙ্গে জিও-র ৭২০০ টাকা ক্যাশব্যাক অফার
রিলায়েন্স জিওর তরফে জানানো হয়েছে সব ওয়ানপ্লাস ১০ প্রো গ্রাহকদের ৪৮ টি ১৫০ টাকার ভাউচার দেওয়া হবে। মাই জিও অ্যাপ থেকে এই ভাউচার রিডিম করা যাবে। ৩১ মার্চের পরে জিও সিম নিলে তবেই এই অফার প্রযোজ্য হবে।
তবে শুধুমাত্র ভারত থেকে কেনা ওয়ানপ্লাস ১০ প্রো ফোনের ক্ষেত্রেই এই অফার প্রযোজ্য হবে। বিদেশ থেকে কেনা ফোনে এই অফার প্রযোজ্য হবে না।
ওয়ানপ্লাস ১০ প্রো এর সঙ্গে এই অফার নিতে জিও প্রাইম সার্ভিসে সাবস্ক্রাইব করতে হবে। পোস্টপেড গ্রাহকদের জন্য এই অফার প্রযোজ্য হবে না।
কোম্পানির তরফে জানানো হয়েছে এই অফারের সুবিধা নিতে গ্রাহককে ১১৯৯ টাকা প্ল্যান রিচার্জ করতে হবে। এই প্ল্যানে প্রতিদিন ৩জিবি ডেটার সঙ্গেই পাওয়া যায় আনলিমিটেড ডেটা ও প্রতিদিন ১০০ এসএমএস। ১১৯৯ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এক কথায় মাই জিও অ্যাপ থেকে ১১৯৯ টাকা রিচার্জ করলেই ১৫০ টাকার ভাউচার রিডিম করা যাবে। প্রত্যেক রিচার্জের সময় একটি ১৫০ টাকার ভাউচার ব্যবহার করা যাবে। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ভাউচারগুলি বৈধ থাকবে। এর সময়সীমার মধ্যে সব ভাউচার ব্যবহার না করলে তা অবৈধ হয়ে যাবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190