Just In
অ্যামাজন ছাড়া আর কোথায় পাওয়া যাচ্ছে ওয়ানপ্লাস ৭ প্রো?
এতদিন শুধুমাত্র অ্যামাজন থেকে কেনা যেত ওয়ানপ্লাস ৭ প্রো। এবার গোটা দেশে রিলায়েন্স ডিজিটাল আর জিও স্টোর থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন। এছাড়াও এই দোকানগুলি থেকে ফোন কেনার আগে ওয়ানপ্লাস ৭ প্রো হাতে নিয়ে দেখার সুযোগ পাবেন গ্রাহকরা। আপাতত শুধুমাত্র মিরির গ্রে রঙে পাওয়া যাচ্ছে ওয়ানপ্লাস ৭ প্রো। ২৮ মে থেকে আর্মন্ড ও নেবুলা ব্লু রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

রিজায়েন্স ডিজিটাল আর জিও স্টোর থেকে ওয়ানপ্লাস ৭ প্রো কিনলে ক্যাশব্যাক সহ একাধিক অফারের সুবিধা পাবেন গ্রাহকরা। এসবিআই কার্ড ব্যবহার করে এই ফোন কিনলে পাওয়া যাবে ২,০০০ টাকা ডিসকাউন্ট। এছাড়াও জিও গ্রাহকদের জন্য থাকছে ৯,৩০০ টাকার অতিরিক্ত সুবিধা। রিলায়েন্স ডিজিটাল থেকে ওয়ানপ্লাস ৭ প্রো কিনলে একটি ১,৪৯০ টাকার হেডফোন বিনামূল্যে পাওয়া যাবে। প্রথম ১৫০ জন গ্রাহক এই অফারের সুবিধা পাবেন।
সম্পূর্ণ নতুন ডিজাইন সহ লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস ৭ প্রো। এই ফোনে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা। সেই কারনেই এই ফোনে ফুল স্ক্রিন ডিসপ্লে ব্যবহার করা গিয়েছে। ফোনের ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। ফোনের সামনে ও পিছনে কার্ভড গ্লাস ও পাশে মেটাল ফ্রেম ব্যবহার হয়েছে।
এই ফোনের প্রধান আকর্ষন ডিসপ্লে। এই ফোনে থাকছে ৬০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে। এর আগে কোন স্মার্টফোনে এতো ভালো গুলমানের ডিসপ্লে দেখা যায়নি। ঈছাড়াও থাকছে এ+ গ্রেড সার্টিফিকেশন আর এইচডিআর ১০ সাপোর্ট। ৬.৭ ইঞ্চি এই ওলেড ডিসপ্লেতে থাকছে কোয়াড এইচ ডি রেসোলিউশান। এই প্রথম কোন ওয়ানপ্লাস ফোনে কোয়াড এইচ ডি রেসোলিউশান দেখা গেল। এছাড়াও বাজারে সব স্মার্টফোনের ডিসপ্লে থাকে। ৯০ হার্টজ ডিসপ্লের ফলে এই ফোনের অ্যানিমেশান ও গেম প্লে ৫০ শতাংশ বেশি মসৃণ হবে।
ওয়ানপ্লাস ৭ প্রো ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট। এর সাথে থাকছে অ্যাদ্রিনো ৬৪০ জিপিইউ। দুর্দান্ত প্রসেসারের সাথেই ওয়ানপ্লাস ৭ প্রো ফোনে থাকছে ১২জিবি পর্যন্ত র্যাম আর ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.০ স্টোরেজ। যা অন্য যে কোন ফোনের স্টোরেজের থেকে দ্রুত কাজ করে।
ফোনের ভিররেও থাকছে ৪,০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি। এর সাথে থাকছে ৩০ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট।
ডেক্সও মার্ক ওয়েবসাইটে ওয়ানপ্লাস ৭ প্রো ফোনের ক্যামেরা ১১১ স্কোর করেছে। এই ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে ১৬ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি তোলার জঙয় থাকছে একটি ১৬ মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190