Just In
ওয়ানপ্লাস ৭টি ফোনের নজড় কাড়া ফিচারগুলি দেখে নিন
বৃহস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস ৭টি। এই ফোনে দুর্দান্ত ডিসপ্লে, ফাস্ট চার্জিং আর লেটেস্ট চিপসেট ব্যবহার করেছে ওয়ানপ্লাস। ওয়ানপ্লাস ৭টি ফোনের দাম শুরু হচ্ছে ৩৭,৯৯৯ টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে ৮ জিবি র্যাম আর ১২৮জিবি স্টোরেজ। অন্যদিকে ৮ জিবি র্যাম আর ২৫৬ জিবি স্টোরেজে ওয়ানপ্লাস ৭টি কিনতে ৩৯,৯৯০ টাকা খরচ হবে। ২৮ সেপ্টেম্বর অ্যামাজন আর কোম্পানির ওয়েবসাইট থেকে এই ফোন বিক্রি শুরু হবে। ওয়ানপ্লাস ৭টি ফোনের নজর কাড়া ফিচারগুলি দেখে নিন।

ফ্লুইড ডিসপ্লে
ওয়ানপ্লাস ৭টি ফোনে একটি ফ্লুইড ডিসপ্লে ব্যবহার করেছে ওয়ানপ্লাস। এই ডিসপ্লেতে ৯০ হার্জ রিফ্রেশ রেট থাকছে। ওয়ানপ্লাস ৭ প্রো ফোনে একই ডিসপ্লে ব্যবহার হয়েছিল। একই সাথে এই ডিসপ্লেতে ১,০০০ নিটস ব্রাইটনেস পাওয়া যাবে। ফলে দিনের আলোতে এই ডিসপ্লে ব্যবহার করতে অসুবিধা হবে না।

নতুন ডিজাইন
ওয়ানপ্লাস ৭টি ফোনের পিছনে সম্পূর্ণ নতুন ডিজাইন ব্যবহার হয়েছে। এই ফোনের পিছনে থাকছে সার্কুলার ক্যামেরা মডিউল। এই প্রথম কোন ওয়ানপ্লাস ফোনে এই ধরনের মডিউল দেখা গেল। এই ক্যামেরা মডিউলে তিনটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় ব্যবহার হয়েছে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।

লেটেস্ট হার্ডওয়্যার
ওয়ানপ্লাস ৭টি ফোনে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮৫৫+ চিপসেট ব্যবহার হয়েছে। এর সাথেই থাকছে ইউএফএস ৩.০ স্টোরেজ আর আগের থেকে ফাস্ট চার্জিং।

অ্যানড্রয়েড ১০
লঞ্চের সময় ওয়ানপ্লাস ৭টি ফোনে অ্যানড্রয়েড ১০ ওএস থাকছে। এই প্রথম অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম সহ স্মার্টফোন লঞ্চ হল। লেটেস্ট অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির অক্সিজেন ওএস স্কিন চলবে।

নতুন ক্যামেরা
ওয়ানপ্লাস ৭টি ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছগে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি ওয়াইড অ্যাঙ্গেল আর একটি টেলিফটো ক্যামেরা। সহজেই ওয়ানপ্লাস ৭টি ফোনের ক্যামেরায় ম্যাক্রো তোলা যাবে। সেলফি তোলার জন্য থাকছে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

র্যাপ চার্জ
ওয়ানপ্লাস ৭টি ফোনে ৩,৮০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি থাকছে। চলদি এই ব্যাটারি চার্জ করার জন্য থাকছে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং। মাত্র ৩০ মিনিটে ওয়ানপ্লাস ৭টি ফোনের ব্যাটারি ০ থেকে ৭০ শতাংশ চার্জ হয়ে যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470