Just In
এবার স্মার্ট টিভি নিয়ে আসছে ওয়ানপ্লাস, কবে শুরু বিক্রি?
সেপ্টেম্বরেই ভারতে লঞ্চ হবে ওয়ানপ্লাস টিভি। ইতিমধ্যেই এই স্মার্ট টিভির একাধিক ছবি ও ফিচার সোশ্যাল মিডিয়াল প্রকাশ করেছেন ওয়ানপ্লাস প্রধান পিট লাউ। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে ২৬ সেপ্টেম্বর ভারতে কোম্পানির প্রথম স্মার্ট টিভি নিয়ে আসছে ওয়ানপ্লাস। ভারতে শুধুমাত্র অ্যামাজন থেকে ওয়ানপ্লাস টিভি পাওয়া যাবে। শিঘ্রই অ্যামাজনে শুরু হচ্ছে উৎসবের সেল। এই সেলে বিক্রি শুরু হতে পারে ওয়ানপ্লাসের প্রথম স্মার্ট টিভি।

সম্প্রতি অ্যামাজন ওয়েবসাইট থেকে জানা গিয়েছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেল এর সময় ওয়ানপ্লাসের নতুন প্রোডাক্ট বিক্রি শুরু হবে। ইতিমধ্যেই নতুন পেজ তৈরী হয়েছে সেখানে। ইতিমধ্যেই অ্যামাজন জানিয়েছে শিঘ্রই শুরু হবে এই সেল। তবে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলের দিন ঘোষনা মরেনি ই-কমার্স কোম্পানিটি।
অ্যামাজন লিস্টিং থেকে জানা গিয়েছে ৫৫ ইঞ্চি ৮কে কিউএলইডি ডিসপ্লে সহ লঞ্চ হবে ওয়ানপ্লাস টিভি। তবে জানা গিয়েছে ৫৫ ইঞ্চি ছাড়াও ৪৩ ইঞ্চি, ৬৫ ইঞ্চি, ৭৫ ইঞ্চি ডিসপ্লে সাইজে টিভি লঞ্চ করবে চিনের কোম্পানিটি। কোম্পানির সব স্মার্ট টিভিতে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে বলে জানিয়েছেন পিট।
অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের গুগল সার্টিফায়েড ওয়ানপ্লাস টিভিতে থাকছে ব্লুটুথ, ওয়াইফাই ও ইথারনেট কানেক্টিভিটি। ওয়ানপ্লাস প্রধান পিট লাউ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন আগামী তিন বছর সব অ্যানড্রয়েড আপডেট পাবে এই টিভি।
পিট লাউ আরও জানিয়েছেন ওয়ানপ্লাস টিভিতে থাকছে ৮ টি স্পিকার। এই টিভিতে ৫০ ওয়াড় সাউন্ট আউটপুট পাওয়া যাবে। থাকছে ডলবি অ্যাটমোস সাপোর্ট। ছবি প্রসেসিং এর জন্য টিভিতে আলাদা প্রসেসর ব্যবহার করেছে ওয়ানপ্লাস। কোম্পানির দাবি বিশেষ এই প্রসেসরের জন্য ওয়ানপ্লাস টিভির ডিসপ্লেতে অনেক বেশি কালার দেখা যাবে।
২৬ সেপ্টেম্বর লঞ্চ হতে পারে নতুন ওয়ানপ্লাস টিভি। একই ইভেন্টে লঞ্চ হতে পারে কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়ানপ্লাস ৭টি প্রো আর ওয়ানপ্লাস ৭টি। এই দুই ফোনের ভিতরেই স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস চিপসেট থাকতে পারে। ওন্যানপ্লাস ৭টি প্রো ফোনের মতোই এবার কম দামের ওয়ানপ্লাস ৭টি ফোনে ৯০ হার্জ ডিসপ্লে ব্যবহার করেছে কোম্পানি।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470