Just In
বিশাল ব্যাটারি আর দুর্দান্ত ডিসপ্লে সহ লঞ্চ হল ওপ্পো এ৯
ভারতে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করল ওপ্পো। কোম্পানর 'এ’ সিরিজে নতুন এই স্মার্টফোন লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। ওপ্পো এ৯ ফোনে রয়েছে ৪,০২০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি আর ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে। ৪ জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজে পাওয়া যাবে এই ফোন। ফোনের ভিতরে রয়েছে মিডিয়াটেক হিলিও পি৭০ চিপসেট। ২০ জুলাই থেকে ভারতে বিক্রি শুরু হইবে এই ফোন। অনলাইন ও অফলাইনে পাওয়া যাবে ওপ্পো এ৯।

ওপ্পো এ৯ এর দাম
ভারতে ওপ্পো এ৯ এর দাম ১৫,৪৯০ টাকা। রেডমি নোট ৭ প্রো আর স্যামসাং গ্যালাক্সি এম ৩০ এর সামনে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হবে এই ফোন। শুধুমাত্র ৪ জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন।
ওপ্পো এ৯ স্পেসিফিকেশন
ওপ্পো এ৯ ফোনে থাকছে একটি ৬.৫৩ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে গোরিল্লা গ্লাস ৫ এর সুরক্ষা। এ৯ ফোনের ভিতরে রয়েছে মিডিয়াটেক হিলিও পি ৭০ চিপসেট, ৪ জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজ। ফোনের ভিতরে রয়েছে একটি ৪,০২০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি। এই ফোনে অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির কালারওএস ৬ স্কিন।
ছবি তোলার জন্য ওপ্পো এ৯ ফোনের পিছনে রয়েছে দুটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে এটি ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। কম আলোতে দুর্দান্ত ছবি তোলার জন্য ওপ্পো এ৯ ফোনে থাকছে বিশেষ 'নাইট মোড ২.০’। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে ওপ্পো। কানেক্টিভিটির জন্য ওপ্পো এ৯ ফোনে থাকছে ওয়াই ফাই, ব্লুটুথ আর জিপিএস।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470