Just In
১৬ মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা নিয়ে এল ওপ্পো কে৩
আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করল ওপ্পো। বৃহস্পতিবার চিনে লঞ্চ হয়েছে নতুন ওপ্পো কে৩। আপাতত শুধুমাত্র চিনে এই ফোন পাওয়া যাবে। এই ফোনে রয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা আর ডিসপ্লের নীচে ফিনাগ্রপ্রিন্ট সেন্সার। এছাড়াও থাকছে স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট, ৮ জিবি পর্যন্ত র্যাম আর ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। ওপ্পো কে৩ ফোনে চলবে অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেম। ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা।

ওপ্পো কে৩ এর দাম
চিনে ওপ্পো কে৩ ফোনের দাম শুরু হচ্ছে ১৫৯৯ ইউয়ান থেকে। তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। জুন মাসের মাঝামাঝি চিনে বিক্রি শুরু হবে ওপ্পো কে৩।
ওপ্পো কে৩ স্পেসিফিকেশন
ওপ্পো কে৩ ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে। এই ফোনে চলবে অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেম। ওপ্পো কে৩ এর ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট, ৮জিবি পর্যন্ত র্যাম আর ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ।
ছবু তোলার জন্য ওপ্পো কে৩ ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা। প্এই ক্যামেরায় থাকছে একটি ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার।
ওপ্পো কে৩ ফোনের প্রধান আকর্ষন পপ-আপ সেলফি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি ১৬ মেগাপিক্সেল সেন্সার। ওপ্পো কে৩ ফোনের ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
ওপ্পো কে৩ ফোনের ভিতরে রয়েছে একটি ৩,৭৬৫ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি। সাথে থাকছে ভিওওসি ৩.০ ফাস্ট চার্জ। এর ফলে জলদি এই ফোনের ব্যাটারি চার্জ করে নেওয়া যাবে।
কয়েকদিন আহেই ওপ্পো এ৭ আর ওপ্পো আর ১৭ ফোনের দাম কমেছিল। ১,০০০ টাকা সস্তা হয়েছিল ওপ্পো এ৭ ফোনের ৪জিবি র্যাম ভেরিয়েন্ট। অন্যদিকে ওপ্পো আর ১৭ ফোনের দাম কমেছিল ১০,০০০ টাকা।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190