Just In
সুরক্ষিত থাকতে হোয়াটসঅ্যাপ ব্যবহারের নতুন সুরক্ষা নিয়মাবলী পাঠাল ভারতীয় সেনা
দেশের ৯৮ টি সুরক্ষা সংস্থার কম্পিউটার হ্যাক করার চেষ্টা করছে পাকিস্তান। এর মধ্যে রয়েছে ভারটিয় সেনা, বায়ুসেনা, নেভি, আধা সেনা, রাজস্থান, মধ্য প্রদেশ্ম পাঞ্জাব ও উত্তর প্রদেশ পুলিশের কম্পিউটার। ২০১৫ সাল থেকে ২০১৮ সালের মধ্যে এই হ্যাকিং এর চেষ্টা হয়েছে। 'সেজাল কাপুর’ ছদ্মনামে এই কাজ করছে এক গুপ্তচর। হুইসপার আর গ্রাভিটি র্যাট নামে স্পাই অ্যাপ ব্যবহার করে এই কাজ চলছে।

এর আগেও সেনা আধিকারিকদের সোশাল মিডিয়ায় ফলো করা হয়েছে। ইতিমধ্যেই ভারতীয় সেনার অফিশিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই পাস সীমান্তে থাকা সেনা জওয়ানদের কোন ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
১। নিয়মিত হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যদের পরীক্ষা করার পরামর্শ দিয়েছে ভারতীয় সেনা। সেখানে অপরিচিত সদস্যা দেখা গেলেই ব্যুস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২। গ্রুপে সব সদস্যদের নাম সেভ করতে বলে হয়েছে।
৩। অজানা নম্বর গ্রুপে যোগ হয়েছে কী না তা নিয়মিত পরীক্ষা করতে বলেছে সেনা।
৪। নিজের মবাইল নম্বর বদল হলে তা গ্রুপ অ্যাডমিন কে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
৫। নম্বর বদল করলে আগের সিম কার্ড নষ্ট করে দিতে বলা হয়েছে।
৬। আগের নম্বর থেকে যত হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিলেন সব গ্রুপ থেকে আগের নম্বর ডিলিট করে দিন।
৭। +৮৬ থেকে শুরু হওয়া যে কোন চিনা নম্বর হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছে ভারতীয় সেনা।
৮। যে কোন হোয়াটসঅ্যাপ প্রুপে +৮৬ থেকে শুরু হওয়া চিনের যে কোন নম্বর দেখা গেলে তা সাথে সাথে ডিলিট করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470