এবার বাজারে মিলবে পতাঞ্জলি সিম কার্ড

|

গোটা দেশকে যোগ শেখানোর প্রে এবার টেলিকম ইন্ডাষ্ট্রিতে পা রাখলেন বাবা রামদেব। রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থা BSNL এর সাথে হাত মিলিয়ে দেশব্যাপী স্বদেশী সমৃদ্ধি সিম কার্ড লঞ্চ করলেন রামদেব। আজ এই ইভেন্টে এই সিম কার্ড লঞ্চ করা হয়েছে।

এবার বাজারে মিলবে পতাঞ্জলি সিম কার্ড

আপাতত শুধুমাত্র পতাঞ্জলি কোম্পানির কর্মীরাই এই সিম কার্ড ব্যাবহার করতে পারবেন। তবে লঞ্চ হলে এই সিম কার্ড থেকে যে কোন পতাঞ্জলি প্রোডাক্টে ১০% ছাড় পাবেন গ্রাহকরা। মাত্র ১৪৪ টাকা রিচার্জ করে এই সিম কার্ডে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলের সুবিধা নিতে পারবেন। এছাড়াও গ্রাহকরা পাবেন 2GB ডাটা আর ১০০ টি SMS।

এর সাথেই এই সিম কার্ড কিনলে গ্রাহকরা বিনামূল্যে পেয়ে যাবেন স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা। এই লঞ্চ ইভেন্টে রামদেব বলেন, সরকারের এই স্বাদেশি নেটওয়ার্কের সাথে কাজ করে দেশের মানুষের ভালো করতে চায় পতাঞ্জলি।

“সারা ভারতে ৫ লক্ষ BSNL গ্রাহক রয়েছেন। আর এই গ্রাহকরা পেয়ে যাবেন পতাঞ্জলি স্বদেশী সমৃদ্ধি কার্ডের সুবিধা”। বলে জানিয়েছেন রামদেব।

এর পরেই রামদেব এই কার্ডের সাথে গ্রাহকরা যে সুবিধা পাবেন তা জানিয়েছেন এই ইভেন্টে। তিনি আরও বলেন যে এই কার্ডে গ্রাহকরা স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা পাবেন দেশের মানুষ। '

অনলাইন শপিং এ টাকা বাঁচানোর ৫টি টোটকাঅনলাইন শপিং এ টাকা বাঁচানোর ৫টি টোটকা

তবে এই দুর্ঘটনা বিমা শুধুমাত্র রাস্তায় ঘটা দুর্ঘটনার ক্ষেত্রেই প্রযোজ্য। এই ইনভেন্টেই উপস্থিত ছিলেন BSNL এর চিফ জেনারেল ম্যানেজার সুনীল গর্গ। তিনি জানান পতাঞ্জলির সাথে হাত মেলাতে পেরে খুশি হয়েছে BSNL। তিনি আরও বলেন “পতাঞ্জলির এই প্ল্যান BSNL এর সেরা প্ল্যান। দেশের যে কোন প্রান্ত থেকে এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন। এর সাথেই গ্রাহকরা পেয়ে যাবেন 2GB ডাটা আর ১০০ টি SMS। আর কিছুদিনের মধ্যেই সাধারন গ্রাহকদের জন্য বাজারে আসবে এই সিম কার্ড।”

Best Mobiles in India

Read more about:
English summary
"There are five lakh counters of BSNL and from there people can soon get Patanjali swadeshi-samradhi card," Ramdev said.. to know more visit to kannada.gizbot.com

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X