Just In
কণ্ঠস্বরের মাধ্যমে হবে শেয়ার কেনা-বেচা! নতুন ফিচার নিয়ে হাজির পেটিএম মানি
ভয়েস ট্রেডিং ফিচার নিয়ে হাজির হল পেটিএম মানি। এই ফিচারে কণ্ঠস্বরের মাধ্যমে কণ্ঠস্বরের মাধ্যমে ট্রেডিং করা যাবে। এছাড়াও ভয়েস কমান্ডের মাধ্যমে যে কোন স্টকের তথ্য জেনে নেওয়া যাবে। প্রসঙ্গত পেটিএমের এই অ্যাপের মাধ্যমে স্টক কেনা-বেচা করা সম্ভব।

ভয়েস ট্রেডিং ফিচার ব্যবহার করে এক ভয়েস কমান্ডে ইনস্ট্যান্ট প্রসেসিং হবে। নিউরাল নেটওয়ার্ক ও নিউরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের মাধ্যমে হবে এই কাজ।
কোম্পানির তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “আগে ট্রেডিংয়ের সময় যে ৫-৬ টি ধাপ ইনভেস্টারকে পার ক্রুতে হতো ভয়েস ট্রেডিংয়ের মাধ্যমে তা থেকে মুক্তি মিলবে। এবার থেকে একটি মাত্র ভয়েস কমান্ড ব্যবহার করে ট্রেডিং করা যাবে। সময় যত যাবে এই ফিচার গ্রাহকের জীবনকে আরও সহজ করে তুলবে বলেই আমাদের বিশ্বাস। নতুন এই ফিচারের ফলে প্রযুক্তির সঙ্গে পরিচিত ইনিভেস্টররা আরও বেশি করে শেয়ার বাজারে লগ্নির দিকে এগিয়ে আসবে।"
আপাতত বিটা ভার্সনে ভয়েস ট্রেডিং ফিচার নিয়ে আসছে পেটিএম মানি। এই মুহূর্তে নির্বাচিত কিছু বিটা টেস্টার এই ফিচার ব্যবহার করতে পারবেন। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সব গ্রাহকের ফোনে পৌঁছে যাবে ভয়েস ট্রেডিং ফিচার।
সম্প্রতি ওয়েলথ অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারি মার্কেট-প্লেস নিয়ে হাজির হয়েছে পেটিএম মানি। রিটেল লগ্নিকারীদের জন্য নতুন এই মার্কেট-প্লেস নিয়ে হাজির হয়েছে কোম্পানিটি।
এই জন্য ওয়েলডেস্ক নামে একটি স্টার্টআপ কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছে পেটিএম। গ্রাহককে লগ্নির সুবিধা করে দিতে শুরু হয়েছে ওয়েলথবাসকেট পোর্টফোলিও।
ওয়েলথবাসকেট সেবির তৈরি স্টকের কাস্টম পোর্টফোলিও। বিনামূল্যের স্টার্টার প্যাকের মাধ্যমে গ্রাহকরা একাধিক ওয়েলথবাসকেটে একসঙ্গে লগ্নি করতে পারবেন। এই জন্য প্রিমিয়াম মাসিক সাবস্ক্রিপশন দিতে হবে
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470