Just In
আরও সহজে ডিজিটাল পেমেন্ট করতে নতুন কি-বোর্ড নিয়ে এল ফোনপে
ডিজিটাল ট্রানজাকশানের জন্য নতুন কি-বোর্ড নিয়ে এসেছে বেঙ্গালুরুর ডিজিটাল পেমেন্ট কোম্পানি ফোনপে। শুধুমাত্র অ্যানড্রয়েড গ্রাহকদের জন্য এই কি-বোর্ড লঞ্চ হয়েছে। নতুন এই কি-বোর্ড দেখতে হুবহু গুগল কি-বোর্ডের মতো। তবে এই কি-বোর্ডের বাঁ দিকে উপরে একটি ফোনপে বাটন থাকবে। এই বাটন ব্যবহার করে ফোনপে অ্যাপ থেকে সরাসরি টাকা চাওয়া যাবে বা পেমেন্ট করা যাবে। নতুন এই কি-বোর্ড নিঃসন্দেহে ডিজিটাল পেমেন্টকে অ্যানড্রয়েড গ্রাহকদের কাছে আরও সহজ করে দেবে।

“প্রথম ডিজিটার পেমেন্ট কোম্পানি হিসাবে নতুন কি-বোর্ড লঞ্চ করল ফোনপে। এই কি-বোর্ড ব্যবহার করে গ্রাহক খুব সহজে অ্যানড্রয়েড ফোন থেকে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। এর মাধ্যমে ফোনপে থেকে টাকা পাঠাতে কোন অ্যাপ থেকে বেরিয়ে আসতে হবে না। যে কোন অ্যাপ এর মধ্যে থেকে কি-বোর্ডের মাধ্যমে ট্রানজাকশান করা যাবে। এর ফলে গ্রাহকের ডিজিটাল পেমেন্ট ব্যভারের অভিজ্ঞতা আরও ভালো হবে।” জানিয়েছে ফোনপে প্রোডাক্ট হেড বিশাল গুপ্তা।
এই কি-বোর্ড ব্যভারের জন্য ফোনে ফোনপে অ্যাপ ইনস্টল থাকা মাধ্যতামুলক। অন্য অ্যাপ ব্যবহারের সময়েও এই কি-বোর্ড থেকে টাকা পাঠাতে পা চাইতে পারবেন। যেন কোন অ্যানড্রয়েড অ্যাপ ব্যবহারের সময় এই কি-বোর্ড ব্যবহার করে সেই অ্যাপ থেকে না বেরিয়ে ডিজিটাল ট্রানজাকশান করা যাবে।
কীভাবে এই কি-বোর্ড ব্যবহার করবেন?
স্টেপ ১। অ্যানড্রয়েড ফোন ফোনপে ডাউনলোড করে নিজের ইউপিয়াই আইডি জেনারেট করুন।
স্টেপ ২। এবার ফোনপে অ্যাপ ওপেন করে 'প্রোফাইল’ সিলেক্ট করুন। এখানে ফোনপে কি-বোর্ড সেট আপ করার অপশান পাবেন। সব পার্মিশান দিয়ে দিন।
স্টেপ ৩। এবার ফোনপে কি-বোর্ডকে নিজের অ্যানড্রয়েড ফোনের ডিফল্ট কি-বোর্ড সিলেক্ট করুন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470