Just In
- 12 hrs ago
বিএসএনএল প্রজাতন্ত্র দিবস অফার ২০২১: বাড়ল একাধিক প্ল্যানের ভ্যালিডিটি, সামনে এল নতুন প্ল্যান
- 4 days ago
টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন কীভাবে?
- 5 days ago
বাড়ি বসেই আধার কার্ডের ঠিকানা, জন্ম তারিখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করবেন কীভাবে? ধাপে ধাপে দেখে ন
- 6 days ago
পকেট-সই দামে বিএসএনএল ব্রডব্যান্ডের পাঁচটি প্ল্যান দেখে নিন
Don't Miss
দেশের মানুষ ঘর বন্দি, পর্নহাবে ট্রাফিক বেড়েছে ৯৫ শতাংশ
বিশ্বের অন্যতর জনপ্রিয় পর্নোগ্রাফি ওয়েবসাইট পর্নহাব। লকডাউনের কারণে এই ওয়েবসাইটের ট্রাফিক প্রায় দ্বিগুণ হয়েছে। সম্প্রতি পর্নহাবের তরফ থেকে জানানো হয়েছে এক লাফে ওয়েবসাইটের গ্রাহক সংখ্যা অনেকটা বেড়েছে। সম্প্রতি বিনামূল্যে প্রিমিয়াম কনটেন্ট দেখার সুযোগ করে দিয়েছিল জনপ্রিয় পর্নোগ্রাফি ওয়েবসাইটটি। এর পরেই ওয়েবসাইটের ট্রাফিক হু হু করে বাড়তে শুরু করেছে।
লকডাউনের প্রথম দিনেই অন্য যে কোন দিনের থেকে ৫৫ শতাংশ বেশি ট্রাফিক পেয়েছিল পর্নহাব। গত সপ্তাহে ওয়েবসাইটের তরফ থেকে জানানো হয়েছে ২৭ মার্চ সর্বোচ্চ ট্রাফিক হয়েছে। ঐ দিন সাধারণ দিনের থেকে ৯৫ শতাংশ বেশি ট্রাফিক পেয়েছিল পর্নহাব। ৮ মার্চের পর থেকেই ধীরে ধীরে এই পর্নোগ্রাফি ওয়েবসাইটে ট্রাফিক বাড়তে শুরু করেছে। ভারতে নিষিদ্ধ হলেও ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে এই পর্নোগ্রাফি ওয়েবসাইট ব্রাউজ করছে কোম্পানিটি।
বিশ্বব্যাপী প্রিমিয়াম কনটেন্ট বিনামূল্যে দেখার সুযোগ করে দিয়েছে পর্নহাব। এর ফলে সাধারণ গ্রাহকের এই ওয়েবসাইটের প্রতি আকর্ষণ বেড়েছে। বিশ্বব্যাপী মানুষদের বাড়িতে বসে থাকতে উৎসাহ দিতেই এই এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। ২৩ এপ্রিল পর্যন্ত বিনামূল্যে পর্নহাব প্রিমিয়াম সার্ভিস অ্যাকসেস করা যাবে। ২৪ মার্চ থেকে এই অফার নিয়ে এসেছিল পর্নহাব।
তবে শুধুমাত্র ভারত নয়, বিশ্বের অন্যান্য দেশেও পর্নহাবের ট্রাফিক উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন ও ইতালিতে সবথেকে বেশি কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়েছে। এই সব দেশে পর্নহাবের ট্রাফিকও আকাশ ছুঁয়েছে। বিশ্বব্যাপী ইতিমধ্যেই ১৩ লক্ষের বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। ইতিমধ্যেই ৭০,০০০-এর বেশি মানুষ এই ভাইরাস সংক্রমণের কারণে প্রাণ হারিয়েছেন।
আপাতত ১৪ এপ্রিল পর্যন্ত ভারতে লকডাউন চলবে। ১৪ এপ্রিলের পরে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীসভা আলোচনা শুরু করেছে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190