Just In
Don't Miss
PUBG তে আসছে ভিকেন্ডি ম্যাপ, সাথে থাকছে এই ফিচারগুলি
বিশ্বের সবথেকে জনপ্রিয় মোবাইল গেম PUBG Mobile। শিঘ্রই অ্যানড্রয়েড ও আইওএস স্মার্টফোনে PUBG তে আসতে চলেছে বিরাট এক আপডেট। এই আপডেটে যোগ হবে নতুন ভিকেন্ডি ম্যাপ। এই ম্যাপে বরফের মধ্যে PUBG খেলা যাবে। কয়েকদিন আগে বিটা ভার্সানে এই ম্যাপ দেখা গিয়েছিল। একাধিক রিপোর্টে জানা গিয়েছে এই সপ্তাহেই আসতে চলেছে নতুন এই ম্যাপ।
ইতিমধ্যেই এক রিপোর্টে গেমের ডেভেলপার টেনসেন্ট সাজিয়েছে ১৭ ডিসেম্বর মেরামতির কাজের জন্য নয় ঘন্টা PUBG খেলা যাবে না। এই মেরামতির পরেই PUBG তে আসতে পারে নতুন ভিকেন্ডি ম্যাপ।
এর পরে মঙ্গলবার প্লে স্টরে আসবে নতুন PUBG ভার্সান। এই আপডেটের পরে নতুন বরফের ম্যাপের সাথেই এই গেমে যোগ হবে একাধিক নতুন ফিচার।
নতুন ৬ কিমি x ৬ কিমি বরফের ভিকেন্ডি ম্যাপ যোগ হবে PUBG তে। বরফের থিমের সাথে মেলাতে মেনুতেও যোগ হবে নতুন রঙ। এর সাথেই নতুন PUBG আপডেটে আসছে আরবী ভাষা। এছাড়াও থাকছে একাধিক নতুন বরফের যান ও নতুন বন্দুক।
২০১৮ সালে গেমিং সেনসেশান PUBG। এই বছরেই লঞ্চ হয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে ফাস্ট পার্সন শুটার। দন বেঁধে খেলা যায় PUBG। তবে শুধু ভারত নয় পগোটা দুনিয়ার গেমাররা এখন PUBG জ্বরে কাঁপছে। নতুন এই ম্যাপ নিয়েও PUBG খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এই ম্যাপে বরফ থেকের জন্যই মাঝে মধ্যেই স্লিপ করতে পারে পা। তাই গেম খেলার সময় নিতে হবে নতুন স্ট্র্যাটিজি। এছাড়াও বরফে আগের গাড়ি ভালো চালানো যাবে না। তাই বরফের ম্যাপের জন্য গেমে বিশেষ গাড়ি প্রবেশ করছে। সব মিলিয়ে বড়দিনের আগে PUBG দুনিয়া জমজমাট।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190