Just In
Don't Miss
সম্প্রতি PUBG তে যোগ হয়েছে এই ফিচারগুলি
গত কয়েক সম্পতাহে একের পর এক আপডেটে PUBG গেমে একাধিক নতুন ফিচার যোগ হয়েছে। গ্রাহককের গেমে আকৃষ্ট করতে এই ফিচারগুলি যোগ করেছে কোম্পানি। রোজই গেমের মধ্যে নতুন ফিচার খুঁজে পাচ্ছেন PUBG খেলোয়াড়রা। সম্প্রতি নতুন গাড়ি ও রাইফেল সহ একাধিক নতুন ফিচার যোগ হয়েছে এই শুটিং গেমে। এক নজরে PUBG গেমে যোগ হওয়া সব নতুন ফিচারে চোখ বুলিয়ে নেওয়া যাক।
নতুন আপডেটে PUBG তে M762 অটোমেটিক রাইফেল যোগ হয়েছে। এই রাইফেলে রয়েছে তিনটি আলাদা ফায়ারিং মোড।
এতদিন গেমের মধ্যে বাইক, জিপ মোটরবোটের মতো বাহনে চড়ে যাতায়াত করা গেলেও এবার PUBG তে নতুন স্কুটার যোগ হয়েছে।
সম্প্রতি নাইট মোডে ডাইনামিক ওয়েদার যোগ হয়েছে এই গেমে। এর ফলে রাতের আকাশে আবহাওয়া পরিবর্তন হবে।
যোগ হয়েছে নতুন হার্ডকোর মোড। এই মোডে আগের থেকে অনেক বেশি কঠিক হয়েছে খেলা। এই মোডে ম্যাপে প্রতিপক্ষকে দেখা যাবে না। এছাড়াও দরজা নিজে থেকে খুলবে না।
নতুন আপডেটে PUBG তে যোগ হয়েছে নতুন ফায়ারআর্ম ফিনিশ। রয়্যাল সিজন ৪ এর অংশ হিসাবে গেমে এই ফিচার যোগ হয়েছে।
রয়্যাল সিজন ৪ এ যোগ হয়েছে নতুন আউটফিট। এছারাও থাকছে নতুন চরিত্র ও হেয়ারস্টাইল।
থাকছে পরের সিজনের জন্য এলিট পাস রিওয়ার্ড। এলিট পাস হোল্ডারদের জন্ম্য থাকছে আলাদা রিডাম্পশান পদ্ধতি।
খেলোয়াড়ের মিশন শেষ করার জন্য রয়্যাল পাস সিজন ৪ এ থাকছে মিশন কার্ড।
ব্ল্যাক ফ্রাইডেতে তিন দিনের জন্য একাধিক প্রোডাক্টে ডিসকাউন্টের ব্যবস্থা করেছে কোম্পানি।
ম্যাচমেকিং ও চ্যাটে দ্বিতীয় ভাষা যোগ করার অপশান যোগ হয়েছে।
কম RAM এ বেশি মেসেজ রাখার জন্য চ্যাট সিস্টেম ঢেলে সাজিয়েছে PUBG।
সামনের পেজের ডিজাইনেও পরিবর্তন এসেছে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190