Just In
Don't Miss
শাওমিকে টেক্কা দিতে লঞ্চ হল নতুন Realme 2 Pro
ওয়াটার ড্রপ নচ ডিজাইন সহ ভারতে লঞ্চ হল Realme 2 Pro। কিছুদিন আগেই ভারতে লঞ্চ হয়েছিল Realme 2। সেই ফোনের থেকে শক্তিশালী প্রসেসার ও বেশি RAM সহ বাজারে এলো Realme 2 Pro। Realme 2 Pro তে রয়েছে Snapdragon 660 চিপসেট, ডুয়াল রিয়ার ক্যামেরা আর 3500 mAh ব্যাটারি। 4GBRAM/ 64GB স্টোরেজ, 6GB RAM/ 64GB স্টোরেজ আর 8GB RAM/ 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে লেটেস্ট Realme ফোন। শুধুমাত্র Flipkart থেকেই পাওয়া যাবে Realme 2 Pro।
Realme 2 Pro এর দাম
আগামী 11 অক্টোবর বিক্রি শুরু হবে Realme 2 Pro। 4GBRAM/ 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১৩,৯৯০ টাকা, 6GB RAM/ 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১৫,৯৯০ টাকা আর টপ ভেরিয়েন্টের 8GB RAM/ 128GB স্টোরেজ Realme 2 Pro এর দাম ১৭,৯৯০ টাকা।
Realme 2 Pro স্পেসিফিকেশান
কোম্পানির তৃতীয় ফোন Realme 2 Pro। আগের দুটি ফোনের থেকে ডিজাইনে আমুল পরিবর্তন এসেছে এই ফোনে। ডায়মন্ড কাট ব্যকের পরিবর্তে Realme 2 Pro তে ব্যবহার হয়েছে গ্লাস ব্যাক।
Realme 2 Pro তে রয়েছে ৬.৩ ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট কালো নচ। Oppo F9 Pro ও Vivo V11 Pro ফোনেও একই ধরনের নচ দেখা গিয়েছে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 4GB/ 6GB/ 8GB RAM আর 64GB/ 128GB স্টোরেজ।
Realme 2 Pro তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারটি ১৬ মেগাপিক্সেল। এর সাথেই থাকবে একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। ফোনের সামনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে সব ক্যামেরাতেই দারুন ছবি উঠবে বলে দাবি করেছে Realme।
কানেক্টিভিটির জন্য Realme 2 Pro তে রয়েছে USB OTG, Wi-Fi 802.11 ac, Bluetooth, 4G VoLTE, GPS। Realme 2 Pro এর ভিতরে রয়েছে একটি 3500 mAh ব্যাটারি।
সম্প্রতি বাজারে লঞ্চ হয়েছে Realme 2। এই ফোনের দাম শুরু হচ্ছে ৮,৯৯০ টাকা থেকে। সেই ফোনের উত্তরসূরী Realme 2 Pro। বাজারে Xiaomi Mi A2, Samsung Galaxy J6+, Nokia 6.1 Plus, Redmi Note 5 Pro ফোনগুলিকে বড় প্রতিযোগিতার সম্মুখীন করল Realme 2 Pro।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190