Just In
রেডমি নোট ৭ প্রো কে টেক্কা দিতে শিঘ্রই ভারতে আসছে এই স্মার্টফোন
সোমবার নতুন দিল্লিতে এক ইভেন্টে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ৩। ভারতে রেডমি নোট ৭ ফোনের সাথে প্রতিযোগিতায় এই স্মার্টফোন লঞ্চ করেছে চিনের কোম্পানি। এই ফোনে রয়েছে লেটেস্ট মিডিয়াটেক হিলিও পি ৭০ চিপসেট, ডুয়াল ক্যামেরা আর বিশাল ব্যাটারি। অবিশ্বাস্য দামে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ৩। সোমবার লঞ্চ ইভেন্ট শেষ হওয়ার পরেই রিয়েলমি প্রধান মাধব শেষ জানিয়েছেন এপ্রিল মাসে ভারতে লঞ্চ হবে রিয়েলমি ৩ প্রো। ভারতে রেডমি নোট ৭ প্রো কে টেক্কা দিতে এই ফোন নিয়ে আসছে রিয়েলমি।

তবে রিয়েলমি ৩ প্রো ফোনে কোন প্রসেসার ব্যবহার হবে তা জানানো হয়নি। জানা যায়নি ফোনের অন্যান্য স্পেসিফিকেশান। কয়েক মাস আগে রিয়েলমি প্রধাম মাধব শেষ এক সাক্ষাৎকারে জানিয়েছিলের ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন তৈরীতে ব্যাস্ত রিয়েলমি। তাই অনেকেই মনে করছেন রেডমি নোট ৭ প্রো এর সাথে প্রতিযোগিতায় রিয়েলমি ৩ প্রো ফোনে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হতে পারে।
এর সাথেই রিয়েলমি ৩ প্রো ফোনে থাকছে পারে OLED ডিসপ্লে আর ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। সম্প্রতি লঞ্চ হওয়া রিয়েলমি ৩ ফোনে লেটেস্ট অ্যানড্রয়ে ৯ পাই অপারেটিং সিস্টেম ব্যবহার করেছে কোম্পানি। এর উপরেই চলছে কোম্পানির নিজস্ব কালার ওএস ৬ স্কিন।
রিয়েলমি ৩ প্রো ফোন লঞ্চের সময়েই এই ফোনে অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেম থাকার সভাবনা বেশি। ১৫,০০০ টাকা দামের আশেপাশে ভারতে লঞ্চ হবে রিয়েলমি ৩ প্রো। এমনিতেই প্রতিযোগিতায় ঠাঁশা ভারতের মিডরেঞ্জ বাজারকে আরও কঠিন করে তুলবে এই স্মার্টফোন। বাজারে রেডমি নোট ৭ প্রো, এসুস জেনফোন ম্যাক্স প্রো এম ২ সহ একাধিক মিডরেঞ্জ স্মার্টফোনের সাথে টক্কর দেবে রিয়েলমি ৩ প্রো।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190